বাংলার উৎসবগুলির মধ্যে আরেকটি অন্যতম উৎসব হল চড়ক পুজো।আজ ৩০ চৈত্র, তাই রাত পেরোলে এই চড়ক পুজো পালিত হবে বঙ্গ জুড়ে। চৈত্র সংক্রান্তির দিন এই উৎসব হলেও একদিনে কিন্তু শেষ হয় না উৎসবের আমেজ। বৈশাখ মাসের প্রথম দু তিন দিন ধরে চলে এই চরক পুজোর উৎসব। গাজন উৎসবের একদম শেষে আসে এই চড়ক পুজো।
চড়ক পুজো উপলক্ষে আজ সকলের সঙ্গে ভাগ করে নিন চড়ক পুজোর শুভেচ্ছা পত্র-