Aamir Khan and Gauri Spratt (Photo Credits: X)

মুম্বই, ১৩ এপ্রিলঃ প্রেমে একেবারে গদগদ। একে অপরকে যেন সর্বক্ষণ আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছেন আমির খান (Aamir Khan) এবং তাঁর নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট (Gauri Spratt)। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট যে তৃতীয়বার ফের প্রেমে পড়েছেন সেই জল্পনা গত বছর থেকেই চলছিল। সদ্য নিজের ৬০'তম জন্মদিনে জল্পনার অবসান ঘটিয়ে নতুন প্রেমিকার সঙ্গে সকলের পরিচয় করান আমির। সেই থেকে আর কোন রাখঢাক নয়। খুল্লামখুল্লা প্রেম করছেন 'লাভ বার্ড'। হামেশাই একসঙ্গে পাপারাৎজির ক্যামেরাবন্দি হচ্ছেন দুজন। বিদেশের মাটিতে এবার একসঙ্গে দেখা গেল আমির এবং গৌরীকে। তাও আবার হাত ধরাধরি করে।

কোথাও গিয়েছেন আমির-গৌরী?

সম্প্রতি চিনে (China) গিয়েছেন আমির খান (Aamir Khan)। দ্বিতীয় ম্যাকাও আন্তর্জাতিক কমেডি উৎসবে হাজির হন তিনি। সঙ্গে নিয়ে গেলেন প্রেমিকা গৌরীকে (Gauri Spratt)। বিদেশের মাটিতে ষোলোআনা সাবেকি সাজে ধরা দিয়েছেন দুজন। আমিকের পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি। তার উপর ঠাসা কাজ করা কালো রঙের শাল। চোখে কালো মোটা ফ্রেমের চশমা। পাশে হালকা আকাশি রঙের ফ্লোরাল প্রিন্টের শিফনের শাড়িতে ছিলেন গৌরী। গলায় মানানসই হার ও চোখে চশমা। প্রেমিকার হাত ধরে ক্যামেরার সামনের পোজ দিলেন অভিনেতা। এদিনের অনুষ্ঠানের মঞ্চের নানা ছবি, ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ম্যাকাও আন্তর্জাতিক কমেডি উৎসবে পাশাপাশি আমির-গৌরীঃ

বেঙ্গালুরু নিবাসী গৌরীর (Gauri Spratt) বয়স ৪৬। এক পুত্র সন্তানের মা তিনি। অন্যদিকে আমির (Aamir Khan) এই বছর ষাট পার করে ৬১-তে পা দিয়েছেন। দু-বার বিবাহবিচ্ছেদের পর গৌরীর সঙ্গে তাঁর প্রেমের শুরু। দুজনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একসঙ্গে থাকছেন (Live-in) আমির এবং গৌরী (Aamir Khan and Gauri Spratt)।