প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ ভগবানের (God)কাছে মানদ ছিল মনের বাসনা পূর্ণ হলে পাঁঠা (Goat) বলি দেবেন। সেই মতোই ভগবানের দরবারে ছাগল নিয়ে যাচ্ছিল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক পরিবার। পথে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। নদীতে (River) উল্টে গেল গাড়ি। মৃত ৬ যাত্রী। আশ্চর্যজনকভাবে বেঁচে গেল বলির পাঁঠা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরের (Jabalpur)চারগাঁও এলাকায়। একটি স্করপিও গাড়িতে চেপে মন্দিরের দিকে যাচ্ছিল ওই পরিবারের ৬ জন। গাড়িতেই বাঁধা ছিল একটি ছাগল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোমবতী নদীতে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। পরে হাসপাতালে মৃত্যু হয় বাকি দু'জনের।

মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, শেষ গোটা পরিবার

জানা গিয়েছে, নরসিংহপুরের দুলহা দেব মহারাজ মন্দিরে যাচ্ছিলেন তাঁরা। পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয়রা। গাড়িটি এমনভাবে জলে পড়ে যে তার দরজা খোলা যাচ্ছিল না। শেষে পুলিশ ও উদ্ধারকারী দল এসে গাড়ির দরজা ভেঙে দু'জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ছাগলটিকে।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চালক ও বাকি যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিলেন। এমনকি গাড়ি থেকে উদ্ধার হয়েছে মদের বোতল। এছাড়া গাড়িতে বেশকিছু রান্নার সামগ্রীও ছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রাস্তায় কোথাও ছাগলটিকে কেটে রান্না করে খাওয়ার পরিকল্পনা ছিল যাত্রীদের।

মন্দিরে যাওয়ার পথে নদীতে পড়ল গাড়ি, মৃত ৬ যাত্রী, প্রাণে বাঁচল বলির পাঁঠা