ভাইরাল ভিডিয়ো (ছবিঃ

নয়াদিল্লিঃ প্রেমিকাকে (Girlfriend) বয়েজ হোস্টেলে (Boy's Hostel) ঢোকানোর অভিনব ছক। কিন্তু নিরাপত্তারক্ষীদের সামনে পড়তেই ভেস্তে গেল সব পরিকল্পনা। ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতের ওপি জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে ৷ প্রেমিকার সঙ্গে সময় কাটাতে তাঁকে ট্রলি ব্যাগ ভরে হোস্টেলে নিয়ে ঢোকার ফন্দি আঁটেন এক পড়ুয়া। সেই মতো প্রেমিকাকে ট্রলিতে ভরে হোস্টলে ঢোকার চেষ্টা করেন তিনি। সবকিছু ঠিকঠাকই চলছিল, লক্ষ্যের খুব সামনে এসে ভেস্তে গেল সমস্ত পরিকল্পনা। হোস্টেলের প্রবেশপথে শক্ত কিছুতে ঠেকে যায় ট্রলিব্যাগটি। আর তাতে ভয়ে চেচিয়ে ওঠেন প্রেমিকা। এরপরই চমকে ওঠেন নিরাপত্তারক্ষীরা। ওই পড়ুয়াকে ট্রলিব্যাগ খোলার নির্দেশ দেওয়া হয়। ট্রলিব্যাগটি খুলতেই চক্ষু চড়কগাছ নিরাপত্তারক্ষীদের।

পড়ুয়ার অদ্ভুদ কীর্তি, ভাইরাল ভিডিয়ো

ট্রলিব্যাগ থেকে বেরিয়ে আসেন এক তরুণী। এই গোটা ঘটনার ১২ সেকেন্ডের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়োকে ঘিরে শোরগোল নেটপাড়ায়। জানা গিয়েছে, ওই তরুণী একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক বলেন, “ছাত্ররা একটু দুষ্টুমি করেছে। এটা কোনও বড় ব্যাপার নয়।” ওই ছাত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যাজন

প্রেমিকাকে ট্রলিব্যাগে ভরে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়ার চেষ্টা, ঝাঁকুনি লাগতেই

ভেস্তে গেল ছক