
লখনৌ, ১৩ এপ্রিল: ভাইপোর প্রকাশ্য আবেদনে গলল বরফ। শৃঙ্খলাভঙ্গের দায়ে বহুজন সমাজবাদী পার্টি থেকে তাঁর ভাইপোকে সম্প্রতি বহিষ্কার করেছিলেন মায়াবতী। এদিন, নিজের ভুল স্বীকার করে টুইট বার্তায় সরাসরি পিসি মায়াবতীকে দলে ফিরিয়ে নিতে আবেদন করেন আকাশ আনন্দ। ভাইপোর আবেদনে সাড়া দিয়ে মায়াবতী তাঁকে দলে ফেরানোর কথা ঘোষণা করেন। একটা সময় আকাশ আনন্দ-কে দলে তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু সেই আকাশ আনন্দের একের পর কাজে ক্ষুব্ধ হয়ে তাঁকেই সম্প্রতি দল থেকে বহিষ্কার করেন। তবে আকাশ আনন্দকে দলে ফেরালেও তাঁকে উত্তরসূরি হিসেবে ঘোষণা করলেন না মায়া।
আকাশের উত্থান-পতন
গত মাসে, মার্চে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আকাশ আনন্দকে দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন মায়াবতী। ২০১৯ সালের জুন মাসে বহুজন সমাজ পার্টির-র সর্বভারতীয় সমান্বয়ক (ন্যাশনাল কো-অর্ডিনেটর)-এর মতো গুরুত্বপূর্ণ পদ আকাশকে দেন মায়াবতী। ২০২৩ সালের ডিসেম্বরে ঘোষণা করে দেন, আকাশই তাঁর উত্তরসূরি। কিন্তু বছরখানেক পরেই তাল কাটে।
নিজের উত্তরসূরি বাছা নিয়ে কী বললেন মায়াবতী
বিএসপি প্রধান সাফ জানালেন, "আমি এখন সুস্থ আছি, এবং কাঁশিরাম জি-র মত যতদিন সুস্থ থাকবো ততদিন পুরোদমে দলের হয়ে কাজ করে যাবে। এমন পরিস্থিতিতে আমার উত্তরসূরি ঘোষণা করার কোনও কারণই দেখছি না। আমি আমার এই সিদ্ধান্তে অটল আছি এবং থাকবো...
অস্তিত্বরক্ষার লড়াইয়ে বিএসপি
একটা সময় দেশের রাজনীতিতে দাপিয়ে বেরানো, উত্তরপ্রদেশে ক্ষমতায় থাকা বিএসপি-র অবস্থা এখন একেবারেই খারাপ। গত বছর লোকসভা ভোটে একটা আসনও পায়নি মায়াবতীর দল। উত্তরপ্রদেশেও হাল একেবারে খারাপ বিএসপি-র। এমন অবস্থায় ২০২৭ ইউপি বিধানসভা নির্বাচন বিএসপি-র কাছে কার্যত অস্তিত্বরক্ষার শেষ উপায়। এমন মরণবাঁচন লড়াইয়ে আকাশ আনন্দকে সামিল করলেন মায়া। এবার দেখার যোগী আদিত্যনাথকে হারাতে এসপি, কংগ্রেস-এর জোটে যোগ দেন কি না মায়াবতী।