
DC vs MI: নাটক, নাটক, নাটক। রান আউট, রান আউট, রান আউট। আশুতোষ শর্মা, কুলদীপ যাদব, মোহিত শর্মা- দিল্লি ক্যাপিটালসের শেষ তিন ব্যাটারকে পরপর তিন বলে রান আউট করে কোটলায় অবিশ্বাস্য জয় পেল মুম্বই ইন্ডিয়ন্স। এক ওভার বাকি থাকতে অল আউট হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ১২ রানে হারল দিল্লি। মুম্বই ইন্ডিয়ন্সের ২০৫ রানের জবাবে দিল্লি অল আউট হল ১৯৩ রানে। এভাবে রান আউটের হ্য়াটট্রিক ম্যাচ শেষ হওয়া বাইশ গজের খেলায় সত্য়িই বিরল। একবারে হাতের মুঠোয় থাকা ম্যাচ টানা তিনটে রান আউটে হেরে বসল দিল্লি। চলতি আইপিএলে তাদের প্রথম ম্যাচটা এতটাই নাটকীয়ভাবে হারলেন অক্ষর প্যাটেলরা।
আশুতোষ শর্মা, কুলদীপ যাদব, মোহিত শর্মা-পরপর রান আউট হন
শেষ ৯ বলে জিততে হলে তখন দিল্লিকে করতে হত ১৫ রান। ১৯তম ওভারে বুমরার প্রথম তিনটি বলে দুটো বাউন্ডারি হাঁকিয়ে দলকে জিতিয়ে দিচ্ছিলেন আশুতোষ। কিন্তু রান আউটের হ্যাটট্রিকের এরপরই শুরু। দু রান নিতে গিয়ে অল্পের জন্য ঢুকতে পারেননি আশুতোষ (১৪ বলে ১৭)। এরপর কুলদীপ যাদবও (১) দু রান নিতে গিয়ে রান আউট হন। তারপর একাদশতম ব্যাটার মোহিত শর্মা রান নিয়ে প্রান্ত বদল করতে গিয়ে মিচেল স্যান্টনারের নিখুঁত থ্রোতে রান আউট হতেই ১২ রানে হেরে যায় দিল্লি।
দেখুন অবিশ্বাস্য ইনিংস করুণ নায়ারের
দেখুন ম্যাচের শেষ রান আউটটি
A HAT-TRICK OF RUN-OUT DOES IT FOR MUMBAI INDIANS! 🥶
Next up on #IPLonJioStar 👉 #LSGvCSK | MON, 14th APR, 6:30 PM LIVE on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/aPre4RwkGM
— Star Sports (@StarSportsIndia) April 13, 2025
রান আউটেই ডুবলেন অক্ষর প্যাটেলরা
3 balls, 3 run outs!! Crazy scenes in Delhi 😵😵
Mumbai Indians have pulled off a thrilling win out of nowhere to end DC's unbeaten run in #IPL2025 pic.twitter.com/nRqeuLxXk6
— Cricbuzz (@cricbuzz) April 13, 2025
করুণ নায়ার ট্র্যাজিক হিরো হয়ে থাকলেন
৪০ বলে ৮৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার মিচেল স্যান্টনারের দুরন্ত ডেলিভারিতে আউট হন করুণ নায়ার। করুণের আউটের পরই ধস নামে দিল্লির ইনিংস। ২ উইকেটে ১৩৫ থেকে ১৪৫ রানে ৫ উইকেট হয়ে যায় অক্ষর প্য়াটেলদের। সেই সময় পরপর আউট হন অক্ষর প্যাটেল, ক্রিস্টান স্টাবস। করণ শর্মার বলে কেএল রাহুলের (১৫)-র আউটের পর দিল্লি বড় বিপদে পড়ে গিয়েছিল। কিন্তু ভিপরাজ নিগমের ১টা বাউন্ডারি, ১টি ওভার বাউন্ডারি আবার দিল্লিকে ম্যাচে ফিরিয়েছিল। তবে পেন্ডুলামের মত একবার এদিক, তো আরেকবার ওদিকে ঢলে পড়া ম্যাচে স্যান্টনারের বলে ভিপরাজের স্ট্যাম্প আউট খেলা আরও জমিয়ে দেয়। কিন্তু এই ম্যাচ যে রান আউটের হ্যাটট্রিকে শেষ হবে কে জানত।