Shera, Salman Khan (Photo Credits: Instagram)

মুম্বই, ১৩ এপ্রিলঃ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের থেকে একের পর এক প্রাণনাশের হুমকি, বাড়িতে হামলার ঘটনার পর থেকেই বলিউড ভাইজানের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা বলয়ের মধ্যেই সর্বক্ষণ থাকেন অভিনেতা। বাদ যায় না শুটিং সেটও। জীবন ঝুঁকির ফলে তো আর কাজ বন্ধ রাখা যায় না। আঁটসাঁট নিরাপত্তার মধ্যেই করছেন শুটিং, উপস্থিত হচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। সলমনের (Salman Khan) পাশে ছায়াসঙ্গী হয়ে আছেন শেরা (Shera)। তাঁর দীর্ঘদিনের দেহরক্ষী। অভিনেতাকে সর্বক্ষণ চোখে চোখে রাখেন তিনি। সলমনের নিরাপত্তায় পান থেকে চুন খসতে দেন না তিনি। সদ্য মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির (Paparazzi) উপর মেজাজ হারালেন শেরা। একপ্রকার আক্রমণাত্মক হয়ে চিত্রসাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বললেন।

কি ঘটেছিল?

রবিবার সকালে মুম্বই বিমানবন্দর (Mumbai Airport) থেকে বের হতে দেখা যায় সলমনকে (Salman Khan)। তাঁর চারপাশে আঁটসাঁট নিরাপত্তার বলয়। সবার আগে রয়েছেন শেরা (Shera)। বিমানবন্দর থেকে বেরিয়েই চিত্রসাংবাদিককের ভিড় দেখে তাঁদের উপর তীব্র কণ্ঠে চিৎকার শুরু করেন তিনি। সকলকে সামনে থেকে সরে গিয়ে রাস্তা ছাড়তে বলেন। এদিকে সলমনকে দেখা মাত্রই ঝলসে উঠতে শুরু করে পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ। উচ্ছ্বাসে হইচই শুরু করেন ভক্তরা। শেরার মানা করা সত্ত্বেও বন্ধ হয়নি ছবি তোলা। আর তাতেই আরও ক্ষিপ্ত হলেন তিনি। একপ্রকার তেড়ে এলেন তাঁদের দিকে। শেরার এমন তীব্র রূপ আগে কখনও দেখা যায়নি বলেই মনে করছেন মুম্বইয়ের আলোকচিত্রীরা। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

পাপারাৎজির উপর মেজাজ হারালেন শেরা, তেড়ে এলেনঃ

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

শেরার করা রাস্তা দিয়ে নির্বিঘ্নে হেঁটে এলেন ভাইজান। সোজা উঠে পড়লেন নিজের গাড়িতে। এদিন অভিনেতার পরনে ছিল নীল জিন্স। কালো টি-শার্ট। চোখে সানগ্লাস। হাতে ঘড়ি। চিত্রসাংবাদিক কিংবা ভক্তদের কোনরকম প্রতিক্রিয়া না গিয়ে গটগট করে হেঁটে গাড়িতে ওঠেন তিনি।