john cena share kohli image (Photo Credit: Instagram)

Virat Kohli T-20 Records: আরও একবার আইপিএলে নজরকাড়া ব্য়াটিং করলেন আরসিবি তারকা বিরাট কোহলি (Virat Kohli)। রবিবার জয়পুরে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৪৫ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেললেন কোহলি। উইকেটের অন্য প্রান্তে যখন ফিল সল্ট যখন রণংদেহি মেজাজে ব্যাট করছে, তখন অহেতুক ঝুঁকি না নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে আনলেন বিরাট। চলতি আইপিএলে তার ষষ্ঠ ম্যাচে কোহলির এটি তৃতীয় হাফ সেঞ্চুরি।

কোহলির মাইলস্টোন

এদিন জয়পুরে তাঁর টি-২০ কেরিয়ারে বড় এক মাইলস্টোন গড়লেন কোহলি। টি-২০ ক্রিকেটে তাঁর শততম হাফ সেঞ্চুরিটা এদিন হাঁকান আরসিবি তারকা। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কুড়ির ক্রিকেটে ৫০-এ একশো করে ফেললেন কোহলি। অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার টি-২০ ক্রিকেটে শততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন। টি-২০ ক্রিকেটে কোহলি মোট ৪০৫টি ম্য়াচ খেলেছেন। তার মধ্যে তাঁর ৯টি সেঞ্চুরি ও ১০০টি হাফ সেঞ্চুরি হাঁকানো হয়ে গেল। সেখানে হাফ সেঞ্চুরির বিষয়ে টি-২০ ক্রিকেটে বিশ্বের মধ্যে এখন এক নম্বরে থাকা তারকা ডেভিড ওয়ার্নারের ৪০০টি ম্যাচে ১০৮টি ৫০ বা তার বেশী রানের ইনিংস ও ৮টি সেঞ্চুরি আছে। আরও পড়ুন-রয়্যালস যুদ্ধে সঞ্জুদের হেলায় হারালেন কোহলিরা, রাজস্থানের হারে ঘায়ে সল্টের ছোঁয়া

বড় রেকর্ড কোহলির

টি-২০-তে কিং কোহলি

আইপিএলের ১৭ বছরের কেরিয়ারে কোহলি ২৫৮টি ম্যাচে ৫২টি হাফ সেঞ্চুরি ও ৮টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর ৩৮টি হাফ সেঞ্চুরি, ১টি সেঞ্চুরি আছে।