নয়াদিল্লিঃ ওয়াকফ আইন (Waqf Bill 2025)বিরোধী মিছিলকে ঘিরে উত্তপ্ত ত্রিপুরা (Tripura)। শনিবার ওয়াকফ ইস্যুতে (Anti-Waqf Protests)উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহর মহকুমা। ব্যারিকেড ভেঙে পুলিশকে মারধরের অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কৈলাশহর মহকুমায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী।
ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত ত্রিপুরায়, জখম পুলিশ
জানা গিয়েছে, শনিবার ওয়াকফ আইনের বিরুদ্ধে একটি মিছিল বের হয় কৈলাশহর মহকুমায়। দ্ধে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছিল। কৈলাশহরের প্রাণকেন্দ্রে ঢোকার আগেই এই মিছিলকে আটকায় পুলিশ। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় রাস্তা। পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। তাঁদের বাধা দিতেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, পুলিশকে মারধর করেন মিছিলে অংশগ্রহণকারী।
আরও পড়ুনঃ ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত মুর্শিদাবাদ, গভীর রাতে বিএসএফ কর্তার সঙ্গে বৈঠক ডিজিপির
এই প্রসঙ্গে ত্রিপুরা পুলিশ জানিয়েছে, প্রথমের দিকে মিছিলটি শান্তিপূর্ণ ভাবে এগোলেও পড়ে অশান্তি শুরু হয়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। এক পুলিশকর্তা বলেন, "আমরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছিলাম। তখনই পুলিশকে আক্রমণ করে ওরা। আমাদের কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।" সূত্রের খবর, আহত পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন কৈলাশহরের এসডিপিও জয়ন্ত কর্মকার এবং ইন্সপেক্টর জিতেন্দ্র দাস। পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে ছুটে যান ডিআইজি রথীনরঞ্জন দেবনাথ।
ওয়াকফ বিরোধী মিছিলে উত্তেজনা, মুর্শিদাবাদের পর অগ্নিগর্ভ ত্রিপুরা
Anti-Waqf Amendment Act Protests in Tripura Turn Violent: Over 15 Security Personnel Injured, 8 Arrested https://t.co/E7PSBiF2FS
— ProMASS Media (@promass_002) April 12, 2025