কলকাতাঃ ওয়াকফ (Waqf Bill 2025) ইস্যুতে উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। জ্বলছে আগুন। লণ্ডভণ্ড মুর্শিদাবাদ শহর। ঘর ছাড়া বহু মানুষ। পুড়িয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি ও দোকানপাট। এই অবস্থায় মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো মুর্শিদাবাদে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ আইজি। রাত বাড়লে বাড়ানো হয় কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ। এদিন পশ্চিমবঙ্গের ডিজিপির সঙ্গে বৈঠকে বসেন বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি কর্ণি সিং শেখাওয়াত (Karni Singh Shekhawa)।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আদালতের নির্দেশে সন্তোষ প্রকাশ রাজ্যপালের
এই বৈঠকে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়। পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গেও দেখা করেন দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি। এদিন তিনি বলেন, "আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। পুলিশকে সাহায্যের জন্য আমরা ইতিমধ্যেও পাঁচ কোম্পানি বাহিনী পাঠিয়েছি। রাজ্য পুলিশের প্রয়োজন অনুযায়ী কাজ করবেন আমাদের জওয়ানরা। প্রয়োজনে আরও বিএসএফ পাঠানো হবে। সবরকম সাহায্যের জন্য প্রস্তুত বিএসএফ। আশা করি, মুর্শিদাবাদে খুব শীঘ্রই শান্তি ফিরে আসবে।"
মুর্শিদাবাদে হিংসার আগুন, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী
গত শুক্রবার, মুর্শিদাবাদের পরিস্থিতি নয়ে রাজ্য পুলিশের ডিজি ও রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। মুর্শিদাবাদের পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ করেছে রাজ্য তা জানতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। সেই সঙ্গেই এই হিংসা রুখতে রাজ্যকে সমস্ত দিক থেকে সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্র। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রসচিব। অন্যদিকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আক্রান্ত পুলিশ। খি ওয়াকফ আন্দোলনকারীদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না পুলিশরাও। তাড়া করা হচ্ছে তাঁদেরও। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে, মারমুখী আন্দোলনকারীদের তাড়া খেয়ে মসজিদে আশ্রয় নিচ্ছে পুলিশ।
মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে গভীর রাতে বিএসএফ কর্তার সঙ্গে বৈঠক ডিজিপির
#WATCH | Murshidabad violence | West Bengal | On his meeting with the DGP West Bengal, IG South Bengal Frontier, BSF, Karni Singh Shekhawat says, "...We have to work along with them in this situation. The discussions were held on this only. We have sent our 5 companies to help… https://t.co/pskD2iIqCL pic.twitter.com/LyuktTcBAX
— ANI (@ANI) April 12, 2025