Murshidabad Violence: মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C.V. Ananda Bose)। বাংলার রাজ্যপাল জানালেন, আদালত মুর্শিদাবাদ সহ বাংলার দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। শান্তি বজায় রাখতে ও এলাকাগুলিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন হওয়াটা দরকার। সেখানকার পরিস্থিতি নিয়ে আমি বিভিন্ন রাজ্যনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছি। হাইকোর্ট সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে।"
কী বললেন রাজ্যপাল
মুর্শিদাবাদে উত্তপ্ত এলাকাগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিশেষ করে জঙ্গিপুর, সুতির মতো স্পর্শকাতর এলাকাগুলিতে স্পেশাল বেঞ্চের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। আইনজীবী জানিয়েছে, এই ধরনের ঘটনার পর চোখ বন্ধ রাখা যায় না। চাইলে অন্য জায়গাতেও আইন শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে।
শান্তি বজার রাখার আবেদন রাজ্যপাল সিভি আনন্দ বোসের
#WATCH | West Bengal Governor CV Ananda Bose says, "I have been told that the Calcutta High Court has ordered deployment of central forces in riot-affected areas of West Bengal, including Murshidabad... Deployment of central forces is required to maintain peace and bring normalcy… pic.twitter.com/lKgPd3er8N
— ANI (@ANI) April 12, 2025
মুর্শিদাবাদ নিয়ে মন্তব্য রাজীব কুমারের
এদিকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আগেই জানিয়ে দিয়েছেন, যাঁরা অশান্তি ছড়াচ্ছে তাঁদের সঙ্গে কোনওরকম ভাবেই আপোশ করা যাবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কড়া হাতে মোকাবিলা করতে চাইছে রাজ্যের পুলিশ প্রশাসন। সেই সঙ্গে গুজব যাঁরা রটাচ্ছে তাঁদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন রাজীব।