ভুবনেশ্বর, ২০ জুন: গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ওড়িশার (Odisha) বালাসোর (Balasore)। দুই গোষ্ঠার সংঘর্ষে উত্তপ্ত ওড়িশার বালাসোর শহর। ফলে বালাসোরের একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে কারফিউ তোলার চিন্তাভাবনা করলে, বুধবার রাত থেকে ফের নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু করে। ফলে বৃহস্পতিবার শুধুমাত্র সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত সাধারণ মানুষ ঘরের বাইরে বেরিয়ে জরুরি জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন বলে জানানো হয় প্রশাসনের তরফে। সকালে ওই ৪ ঘণ্টা সময়ের মধ্যেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকবে এবং ব্যবসা বাণিজ্য চলবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়।
কোনওভাবে উত্তেজনা যাতে না ছড়ায় নতুন করে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ করা হয়েছে। ২১ জুন পর্যন্ত বালাসোরের সমস্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে বলে জানানো হয়। সেই সঙ্গে একসঙ্গে বেশি মানুষের জমায়েত যেমন বরদাস্ত করা হবে না, তেমনি মিটিং, মিছিলও বন্ধ থাকবে বলে স্পষ্ট জানানো হয় প্রশাসনের তরফে। সেই সঙ্গে ইন্টারনেট পরিষেবাও বন্ধকরা হয়েছে। উত্তেজনা রুখতে সব ধরনের পদক্ষেপ ওড়িশা প্রশাসনের তরফে করা হচ্ছে বলে খবর।
দেখুন ভিডিয়ো...
Violence broke out between two communities in Balasore, Odisha, during a protest against animal slaughter on Eid ul Adha. A curfew has been imposed after ten persons were reportedly injured. pic.twitter.com/PEeznbt9RB
— Meer Faisal (@meerfaisal001) June 20, 2024
বালাসোরে যাতে কোনওভাবে উত্তেজনা না ছড়ায়, সে বিষয়ে আর্জি জানানো হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহণ চরণ মাঝির তরফে। এ বিষয়ে বালাসোরের জেলা প্রশাসনকে সমস্ত ধরনের পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফে। দুই গোষ্ঠীর মানুষই যাতে শান্তি বজায় রাখার চেষ্টা করেন, সে বিষয়েও জানানো হয়েছে আবেদন। ঘটনার জেরে এখনও পুলিশ ৩৫ থেকে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।