Jail, Representational Image (Photo Credit: IANS)

নয়াদিল্লিঃ অনলাইনে (Online) মানুষের হাড় (Bones), মাথার খুলি বিক্রি। গ্রেফতার মহিলা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের (America) ফ্লোরিডায় (Florida)। ধৃত মহিলার নাম কিম্বারলি অ্যান শপার। বয়স ৫২ বছর। জানা গিয়েছে, 'উইকড ওয়ান্ডারল্যান্ড' নামে একটি সংস্থার আড়ালে এই ব্যবসা চালাতেন তিনি। ফেসবুক ক মার্কেটপ্লেসে মানুষের হাড়, খুলি ও অন্যান্য অস্থি বিক্রি করতেন তিনি। ফ্লোরিডায় এই ধরনের জিনিস বিক্রি নিষিদ্ধ জানা সত্ত্বেও অবৈধভাবে এই ব্যবসা চালাতেন তিনি। পুলিশের চোখে পড়ে গোটা বিষয়টি। এরপরই ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

ফেসবুকের মাধ্যমে অবৈধ ব্যবসা, গ্রেফতার মহিলা

প্রথমে শোপারকে হেফাজতে নেয়ার পর শুক্রবার সাড়ে সাত হাজার ডলার বন্ডে ভলুসিয়া কাউন্টি জেল থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছিল। পরে তাঁকে অন্য একটি মামলায় ফের গ্রেফতার করা হয়। তদন্তে নেমে জানা যায় ৯০ ডলারে মানুষের কাঁধের হাড়, মানব পাঁজর ইত্যাদি বিক্রি করেন তিনি। উদ্ধার করা হয় সেই সব হাড়। ওই হাড় পরীক্ষা করে দেখা যায়, একটি মাথার খুলি ১০০ বছরের বেশি পুরানো। অন্যান্য হাড়গুলি ৫০০ বছরের পুরনো বলে অনুমান বিশেষজ্ঞদের। কোথা থেজে আসত মানুষের মাথার খুলি ও দেহের হাড় তা খতিয়ে দেখছে পুলিশ। এই মহিলার ক্রেতাই বা কারা ছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

অনলাইনে মানুষের মাথার খুলি, হাড় বিক্রি, পুলিশের জালে মহিলা