
অজ্ঞাত কারণে এবার আত্মঘাতী হলেন একই পরিবারের দুই সদস্য। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাকি ৩ জন। রবিবার ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) সবরকন্ঠে ভাদালি থানা এলাকায়। অসুস্থ তিনজন মৃতদের সন্তান বলে জানা যাচ্ছে। যদিও কেন তাঁরা আত্মঘাতী হলেন সেই কারণ অজানা। ঘটনাটি ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে মৃতদের পরিবারের বাকি সদস্যদেরও জেরা করছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
জানা যাচ্ছে, এদিন সকালে খবর পেয়ে সাগর এলাকায় ঘটনাস্থলে যায় পুলিশ। গিয়ে দেখে একই পরিবারের পাঁচ সদস্যের দেহ মাটিতে পড়ে রয়েছে। যার মধ্যে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাকি তিন নাবালক বর্তমানে সিভিল হাসপাতালে ভর্তি রয়েছে। মৃতদের নাম বীনু এবং তাঁর স্ত্রী কোকিলাবেন। যদিও তাঁরা কী কারণে আত্মঘাতী হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
Sabarkantha, Gujarat: A couple from a family died after allegedly consuming poison in a suspected mass suicide. Their three children remain in critical condition at Himmatnagar Civil Hospital. Police have registered a case and are probing the incident, examining mobile phones and… pic.twitter.com/kOGfYsYjiq
— IANS (@ians_india) April 13, 2025
আর্থিক কারণে আত্মঘাতী, অনুমান পুলিশের
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে আর্থিক সমস্যার কারণেই আত্মঘাতী হয়েছন তাঁরা। যদিও এই ধরনের কোনও সমস্যা ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।