দিল্লিতে (Delhi) সক্রিয় শিশুপাচার চক্র। মোটা টাকার বিনিময়ে ভিনরাজ্য থেকে শিশু এনে দিল্লিতে ধনী পরিবারের হাতে তুলে দিত একটি চক্র। রবিবার এই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয় দুই মহিলা ও এক পুরুষকে। সেই সঙ্গে ৩-৪ বছরের একটি নাবালক শিশুকেও উদ্ধার করেছে পুলিশ। এই চক্রের মূল অভিযুক্ত এখনও পলাতক। অভিযুক্তদের দফায় দফায় জেরা করছে পুলিশ। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
গ্রেফতার তিন পাচারকারী
পুলিশসূত্রে খবর, ধৃতদের নাম অঞ্জলি, ইয়াসমিন এবং জিতেন্দর। রাজস্থান ও গুজরাট থেকে বাচ্চা চুরি করত এই চক্র। তারপর দিল্লিতে বিভিন্ন পরিবারে ৫ থেকে ১০ লক্ষ টাকার শিশু বিক্রি করত তাঁরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে সরোজ নামে এক ব্যক্তির নির্দেশে কাজ করছিল এই চক্র।
দেখুন ভিডিয়ো
#WATCH | Delhi Police arrested three members of an interstate human trafficking gang, namely Anjali, Yashmin and Jitender. One minor male child, about 3-4 days old, was also recovered from their possession. During interrogation, they disclosed that on the instructions of gang… pic.twitter.com/aG86CXpf4U
— ANI (@ANI) April 13, 2025
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সেই সঙ্গে ইতিমধ্যেই যে পরিবারের কাছে সন্তান বিক্রি করেছে, তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি তাঁরা এও খতিয়ে দেখছে যে শিশুকে এদিন অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে, তাঁকে কোথা থেকে অপহরণ করা হয়েছে।