
এবার একেবারে বাঙালি সাজে মোনালিসা অর্থাৎ ঝুমা বৌদি (Jhuma boudi)। নতুন রিল পোস্ট করলেন। লাল পাড়ের তাঁতের শাড়ি, একেবারে ঘরোয়া সাজ। ঠোঁটে মুখে হৃদয় জয় করা হাসি। লাজুক মুখ। এক কথায় বাঙালি বউ। একটু মজার ছলেই প্রেমের বার্তা দিয়েছেন। দুষ্টু মিষ্টি হাসির মধ্যেই তার ভক্তদের মনে আনন্দ দিয়েছেন। ঝুমা বৌদির ছবি অনেকটাই আবার ফুটে উঠেছে এই ভিডিওর মধ্যে। সেই যেন পুরনো মোনালিসা অর্থাৎ ঝুমা বৌদি।
অভিনয় জগতের এক জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা (Monalisa)। এই অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করার আগে মোনালিসার পরিবারের দেওয়া অর্থাৎ জন্মের সময় মোনালিসার নাম দেওয়া হয়েছিল অন্তরা বিশ্বাস। অভিনয় জগতের জন্য অন্তরা নিজের নাম পরিবর্তন করে হয়ে ওঠেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসা নামে জনপ্রিয় হওয়ার সঙ্গে ঝুমা বৌদি (Jhuma boudi) নামেও খুব জনপ্রিয় অন্তরা। বড় বা ছোট পর্দাতে মোনালিসা বা ঝুমা বৌদিকে (Jhuma boudi) দেখতে পাওয়া মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা।
বর্তমান যুগকে বলা হয় সোশ্যাল মিডিয়ার যুগ এবং এই সোশ্যাল মিডিয়ার যুগেও খুবই জনপ্রিয় মোনালিসা, কারণ সোশ্যাল মিডিয়ার সঙ্গে খুবই ভালোভাবে যুক্ত তিনি। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি ও রিল বা ভিডিওর পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে ঝুমা বৌদি (Jhuma boudi)। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় হট ও সেক্সি ছবি ও নাচের রিল বা ভিডিওর পোস্ট করেন মোনালিসা (Monalisa)। সোশ্যাল মিডিয়ায় মোনালিসা সাধারণত কোনও ছবি বা নাচের রিল পোস্ট করলে সেই ছবি বা রিল খুব কম সময়েই ভাইরাল হয়ে যায়।
মোনালিসা (Monalisa) কোনও ছবি বা নাচের রিল বা ভিডিও পোস্ট করলে সবার প্রথমে তার রূপ দেখে চোখ সরাতে পারে না ফলোয়াররা। মোনালিসা ছবি, রিল বা ভিডিও পোস্ট করলেই ঝড় উঠে যায় সোশ্যাল মিডিয়ায়। মোনালিসার সিজলিং হট সেক্সি স্টাইল নজর কেড়ে নেয় তার ফলোয়ারদের।