Photo Source: wikimedia

নয়াদিল্লি, ১৩ মার্চ: করোনা-আতঙ্কে বেড়েছে হ্যান্ড স্যানিটাইজারের (Fake Sanitisers Seized) চাহিদা। মার্কেটে হাহাকার। এহেন পরিস্থিতিতে সুযোগ বুঝে মার্কেটে ব্যবসা ফেঁদেছিল ভুয়ো হ্যান্ড স্যানিটাইজার (Fake Sanitisers Seized) তৈরির সংস্থা। এমনই একটি সংস্থাকে হাতেনাতে পাকড়াও এনফোর্সমেন্ট আধিকারিকদের। পাঁচ হাজারের কাছাকাছি ভুয়ো হ্যান্ড স্যানিটাইজার (Sanitisers) বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে হরিয়ানাতে। ড্রাগ কন্ট্রোলার অফিসার রিপন মেহতা সরকারিভাবে জানিয়েছেন এই তথ্য।

সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে ড্রাগ কন্ট্রোলার অফিসার রিপন মেহতা জানান, "হরিয়ানাতে একটি ভুয়ো হ্যান্ড স্যানিটাইজার সংস্থার পর্দাফাঁস করা হয়েছে। যেখান থেকে ৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করা হয়েছে।" ইন্ডাস্ট্রিয়াল অয়েল তৈরির সংস্থা রাতারাতি বদলে গিয়েছিল হ্যান্ড স্যানিটাইজার তৈরি সংস্থায়। সূত্রের খবর, দিন দশেক আগেই তারা আচমকাই শুরু করে স্যানিটাইজার তৈরির কাজ। হ্যান্ড স্যানিটাইজারের নামে বোতলে তারা বিক্রি করছিল ইসোপ্রপিল অ্যালকোহল। আরও পড়ুন: Coronavirus: দিল্লি, কর্ণাটকের পর মহারাষ্ট্র, বন্ধ জিম, সুইমিং মল; বন্ধ হবে স্কুলও

 অন্যদিকে, মুম্বইতেও ধরা পড়েছে এমনই একটি ভুয়ো হ্যান্ড স্যানিটাইজারের সংস্থা। ২ লাখ টাকার কাছাকাছি ভুয়ো স্যানিটাইজার উদ্ধার করা হয়েছে কান্দিভালির কাছের একটি জায়গা থেকে। এনফোর্সমেন্ট আধিকারিকরা হানা দিয়ে উদ্ধার করেছে একগুচ্ছ হ্যান্ড স্যানিটাইজার। দু'বছর আগেই এই সংস্থার লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছিল।