মুম্বই, ১৩ মার্চ: করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ভারতে আক্রান্তের (Coronavirus Scare in Maharashtra) সংখ্যা ৮১। দিল্লি, কর্ণাটকের পর এবার মহারাষ্ট্রতেও করোনাভাইরাস রুখতে নেওয়া হল কড়া পদক্ষেপ। মুম্বই, নভি মুম্বই, থানে, পুনে, নাগপুরে জিম, শপিং মল, থিয়েটার বন্ধ করে দেওয়া হল। শুক্রবার বিধানসভায় একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। শুক্রবার মধ্যরাত থেকেই লাগু হবে এই নয়া নির্দেশ। উদ্ধব ঠাকরে জানিয়েছেন, অত্যন্ত প্রয়োজন ছাড়া কোথাও ঘুরতে যাওয়ার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা। স্কুল-কলেজের যেসমস্ত পরীক্ষা ছিল, সেটিও পিছিয়ে দেওয়া হবে কিনা। সেটাও জানানো হবে কিছুদিনের মধ্যে।
উদ্ধব ঠাকরে জানিয়েছেন, "মহারাষ্ট্রে আক্রান্তকারীদের মধ্যে প্রত্যেকেই এসেছিলেন বিদেশ থেকে। তারা এসেছিলেন আমেরিকা, ফ্রান্স এবং দুবাই থেকে। কিন্তু সরকারের তরফে যে বিবৃতি পেশ করা হয়েছে। তাতে আমেরিকা এবং দুবাইয়ের কাথ বলা হয়নি।" করোনাভাইরাসকে রুখতে তৈরি রয়েছে প্রশাসন। বিমানবন্দরেও চলছে পরীক্ষা-নিরীক্ষা।ুপরবর্তী নির্দেশ আসার আগে পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। আরও পড়ুন: Coronavirus: 'ঘরবন্দী' পড়ুয়ারা, ঘরে ঘরে Mid Day Meal পৌঁছে দিচ্ছে কেরল সরকার; বাড়াচ্ছে ইন্টারনেটের গতিও
এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩। কিন্তু কোনওরকম ঝুঁকি নিতে নারাজ মহারাষ্ট্র সরকার। তাই আগেভাগেই নেওয়া হল জরুরি পদক্ষেপ।