নতুন দিল্লি, ১৪ মার্চ: বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। পেট্রল ও ডিজেলে (Petrol and Diesel) লিটারে তিন টাকা করে এক্সাইজ ডিউটি (Excise Duty) বাড়াল কেন্দ্রীয় সরকার। শনিবার কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ৬৪.৯১ টাকা। পেট্রলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৭২.৬৮ টাকা। বিশ্ববাজারে এক ধাক্কায় অনেকটাই কমেছে পেট্রল ও ডিজেলের দাম। এই পরিস্থিতিতে রাজস্ব বাড়াতেই পেট্রপণ্যের এক্সাইজ ডিউটি বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। পেট্রলে স্পেশাল এক্সাইজ ডিউটি বাড়ল লিটার দুই থেকে আট টাকা পর্যন্ত। ডিজেলের ক্ষেত্রে স্পেশাল এক্সাইড ডিউটি বেড়েছে লিটারে চার টাকা।
এক্সাইজ ডিউটির পাশাপাশি বাড়ানো হয়েছে রোড সেসও (Road cess)। পেট্রলের ক্ষেত্রে লিটারে এক টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে রোড সেস এবং ডিজেলের ক্ষেত্রে লিটারে ১০ টাকা রোড সেস বৃদ্ধি করা হয়েছে। সরকারের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের পতনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুল্ক বৃদ্ধিতে ৩৯০০০ কোটি টাকা লাভের সম্ভাবনা। আরও পড়ুন: Donald Trump: মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
তবুও, তেল বিপণন সংস্থাগুলি গ্রাহকদের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে গতকালের তুলনায় পেট্রল ও ডিজেলের দাম আজ সামান্য কম। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগের মধ্যেই রাশিয়ার সঙ্গে সৌদি আরবের মূল্য যুদ্ধ শুরু হয়েছে। আর তার কারণেই বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩৩ ডলারে নেমেছে।