নয়াদিল্লি: ২০০৫ সালে চালু হওয়া তথ্য জানার অধিকার আইন (RTI Act) অনুযায়ী ভারতের (India) রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (Research and Analysis Wing)-কে ছাড় দেওয়া (exempted) হয়েছে। এই সংস্থার বিষয়ে কোনও তথ্য জানতে চাইলে তার উত্তর পাওয়ার বিষয়টি তথ্য জানার অধিকার আইনের অন্তভুর্ক্ত নয়।
বৃহস্পতিবার একটি মামলার শুনানি করতে গিয়ে এই মন্তব্য করা হয় দিল্লি হাইকোর্টের (Delhi High Court) তরফে। তবে পাশাপাশি একথাও জানানো হয় যে যদি কেউ তথ্য জানার অধিকার আইনে (RTI applicant) এই সংস্থার মানবাধিকার (human rights) লঙ্ঘন ও দুর্নীতি (corruption) সম্পর্কে কোনও তথ্য চায় তাহলে সংস্থাটি তা জানাতে দায়বদ্ধ (liable)। আরও পড়ুন: Anil Dujana Killed In Encounter: উত্তরপ্রদেশে ফের এনকাউন্টার, STF-এর গুলিতে মৃত কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানা
#DelhiHighCourt said under the RTI Act, the Research and Analysis Wing (RAW) is an exempted org, but if an RTI applicant seeks human rights or corruption-based information, it is liable to be disclosed. pic.twitter.com/wHDkmmGQFD
— IANS (@ians_india) May 4, 2023