আরজি করের ঘটনার পর থেকেই চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে জোর দিচ্ছে বিভিন্ন হাসপাতাল। এমনকী দিল্লি এইমসের (All India Institutes of Medical Sciences) পক্ষ থেকেও এই নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে ছাত্র সংগঠন ও রেসিডেন্ট ডক্টরসদের মধ্যে। এই নিয়ে দিল্লি এইমসের মুখপাত্র জানান, ডিন একাডেমিক্সের সভাপতিত্বে আমরা চার সদস্যের একটি কমিটি গঠন করেছি যাঁরা নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলি খতিয়ে দেখবে এবং ১৫ সদস্যের আরও একটি কমিটি গঠন করা হয়েছে যারা অভ্যন্তরীণ নিরাপত্তা অডিট করবে।
মুখপাত্র আরও বলেন, শুধুমাত্র দিল্লি এইমসে নয়, বিভিন্ন রাজ্যে এইসমের যে ক্যাম্পাসগুলি রয়েছে, এছাড়া তাঁদের অধীনে গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, নেশামুক্তি কেন্দ্র, জাতীয় কেন্দ্র এবং ক্যান্সার ইনস্টিটিউটে নিরাপত্তার বিষয় খতিয়ে দেখবে এই কমিটি। চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকী তাঁদের বিশ্রামের জায়গাতেও যাতে নিরাপত্তারক্ষী মোতায়েন থাকে সেটিও দেখা হবে।
#WATCH | Delhi: On a committee formed by AIIMS regarding the safety of doctors, Dr Rima Dada, AIIMS New Delhi Spokesperson says "Daily meetings are being held with Resident doctors and Students' Union. A 4-member committee has been formed to address their safety concerns under… pic.twitter.com/f4fTXa6PsG
— ANI (@ANI) August 22, 2024
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি করের ঘটনা পর থেকেই চিকিৎসকদের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে একজন বহিরাগত হাসপাতালের মধ্যে ঢুকে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করতে পারছে সেখানে বাকি হাসপাতালগুলিতে আদৌ এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না তা নিশ্চিত করে বলতে পারছে না। সেই কারণেই তাঁদের সুরক্ষার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দিল্লি এইমস