
দিল্লি, ১ এপ্রিল: জোম্যাটো (Zomato) থেকে ছাঁটাই করা হল ৫০০ কর্মীকে। এক নাগাড়ে ওই ৫০০ কর্মীকে ছাঁটাই করা হল জোম্যাটো অ্যাসোসিয়েট অ্যাকসিলেটর প্রোগ্রাম (ZAAP) থেকে। ZAAP এর গুরুগ্রাম এবং হায়দরাবাদ ইউনিটের কর্মীদের ছাঁটাই করা হয়েছে। একবারে ৫০০ জন কর্মীকে ZAAP থেকে ছাঁটাই করায় তা নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে। যদিও জোম্যাটোর তরফে এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য করা হয়নি। তবে 'আইডেন্টিফায়েড অ্যাস ফলটি বেসড ডেটা', এই কারণ দেখিয়ে ZAAP থেকে ৫০০ কর্মীকে ছাঁটাই করা হয়। শুধুমাত্র ম্যানেজারের মেসেজের উপর নির্ভর করে ওই ৫০০ কর্মীর চাকরি এক নাগাড়ে চলে যায় বলে খবর।
যে ৫০০ কর্মীর চাকরি গিয়েছে, তাঁদের ২ মাসের অগ্রিম বেতন দেওয়া হয়েছে। সেই সঙ্গে নোটিশ পিরিয়ডে রাখা হয়েছে তাঁদের। এমন খবর মিলছে জোম্যাটোর তরফে।
এসবের পাশাপাশি যে কর্মীদের চাকরি গিয়েছে, হাসি মুখে তাঁদের বিদায় জানানো হয়েছে। ছাঁটাই হওয়া কর্মীদের দেখে কোম্পানির অন্যদের মনে যাতে কোনও ধরনের প্রতিক্রিয়া তৈরি না হয়, তার জন্যই হাসি মুখে তাঁদের বিদায় জানানো হয়েছে বলে খবর।