বেজিং, ২৪ ডিসেম্বর: চিনের করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। কিন্তু ঠিক কতটা খারাপ? চিনের সংবাদমাধ্যম যেহেতু পুরোটাই সরকারের নিয়ন্ত্রণে তাই সবটা জানার উপায় নেই। তবে চিনের স্বাস্থ্যমন্ত্রকের ফাঁস হওয়া নথি থেকে পাওয়া তথ্য ভয়াবহ দিক তুলে ধরেছে। চিনের ফাঁস হওয়া নথি বলছে, গত ২০দিনে ড্রাগনের দেশের ২৫ কোটি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। 'জিরো কোভিড নীতি' তুলে নেওয়ার এক সপ্তাহের মধ্যেই চিনের করোনা পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায় বলে সেই নথিতে বলা হয়েছে। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ২০ মিনিটের বৈঠকে বলা হয়েছে গত ১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে দেশের ২৪৮ মিলিয়ন বা ২৪ কোটি ৮০ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন।
চিনের মোট জনসংখ্যার প্রায় ১৭.৬৫ শতাংশ মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন বলে সেই ফাঁস হওয়া নথিতে প্রকাশ। চিনের বেশ কয়েকটি বিমানবন্দর করোনার কারণে বন্ধ রাখা হয়েছে বলেও খবর। চিনের দৈনিক করোনা মৃত্য়ু পাঁচ হাজার ছাপিয়ে গিয়েছে বলেও খবর। যদিও চিনা প্রশাসনের দেওয়া হিসেবের সঙ্গে এসব মিলছে না। আরও পড়ুন-
গ্য়াসের ট্রাকে দুর্ঘটনার পর বড় মাপের বিস্ফোরণ, দেখুন ভিডিয়ো
দেখুন টুইট
Nearly 250 million Covid-19 infections in China: Leaked document
Read @ANI Story | https://t.co/iyzmunwJWq#Covid19 #China #coronavirus pic.twitter.com/Y9yGoXgfOY
— ANI Digital (@ani_digital) December 24, 2022
চিনের করোনা গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখি হয়েছে তাতে নতুন বছরের গোড়ায় দেশে ৩০ লক্ষ ৭০ হাজার মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হবেন। আর ২০২৩ সালের মার্চে দৈনিক আক্রান্ত ৪০ লক্ষ ছাপিয়ে যাবে।
এদিকে, জাপানেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। জাপানে গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৭৭ হাজার ৬২২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিডের কারণে জাপানে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন মোট ৩৩৯ জন। টোকিও সহ জাপানের বিভিন্ন হাসপাতালে কোভিড রোগীদের ভিড় বাড়ছে।