প্রতীকী ছবি (Photo Credits: PTI)

কোয়েট্টা: উপজাতি সম্প্রদায়ের দুটি গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘর্ষের (tribal clash) জেরে মৃত্যু হল কমপক্ষে দুজনের। জখম হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) অন্তর্গত বালোচিস্তানের (Balochistan) খাজুদার জেলার (Khuzdar district) ওয়াদ (Wadh) এলাকায়।

শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওয়াদ এলাকার মেঙ্গল উপজাতি (Mengal tribe) সম্প্রদায়ের দুটি গোষ্ঠীর মানুষরা কয়েক মাস ধরেই ট্রেঞ্চ করে তাতে স্বশস্ত্র অবস্থায় থেকে লড়াই চালাচ্ছে। সম্প্রতি কিছুদিন সংঘর্ষ বিরতি পালন করার পর গত চারদিন ধরে ফের দু-পক্ষের লড়াই চলছে। একে অপরকে লক্ষ্য করে মর্টার শেল ও রকেট ছুঁড়ছে। এর ফলে দুজনের মৃত্যু হয়েছে আর জখম হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে একজন লরি চালক ও একজন মহিলা রয়েছেন। তাঁরা গুলিবিদ্ধ হয়েছেন অবস্থায় হাসপাতালে ভর্তি।

প্রশাসনের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেঙ্গল উপজাতির দুই গোষ্ঠীর লড়াইয়ের ফলে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার জনজীবন। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে বাজার-দোকানের পাশাপাশি ওয়াদ এলাকার সমস্ত ওষুধের দোকান ও স্বাস্থ্য ক্লিনিক বন্ধ রয়েছে। ফলে প্রচণ্ড সমস্যায় পড়েছে বালোচিস্তানের ছোট্ট এই শহরের বাসিন্দারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে ওয়াদ অঞ্চলের সমস্ত স্কুল, কলেজ, সরকারি অফিস এবং লাসবেলা বিশ্ববিদ্যালয়ের ওয়াদ ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।  খাজুদার-করাচি জাতীয় সড়কও প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকছে।