Attack In Balochistan (Photo Crredit: Twitter)

ফের হামলা পাকিস্তানে (Pakistan)। এবার বালোচিস্তানের (Balochistan) গদর শহরের একটি কমপ্লেক্সে হামলার খবর মেলে। বালোচিস্তানে চিন নিয়ন্ত্রিত বন্দর কর্তৃপক্ষের আবাসন লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে খবর। সেই সঙ্গে জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। তবে বন্দর কর্তৃপক্ষের ওই আবাসনে হামলা চালিয়ে নিস্তার পায়নি আততায়ীরা। পালটা হামলা ৮ হানাদার-ই নিহত হয়েছে বলে খবর।

বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানান, ৮ জঙ্গি একযোগে ওই আবাসনে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু নিরাপত্তা রক্ষীদের পালটা হামলায় ৮ জঙ্গিই নিহত হয়েছে। যে বা যারা এই ধরনের  হামলা চালানোর চেষ্টা করবে, তাতে কোনওভাবে রেয়াত করা হবে না। হামলাকারীদের নিস্তার নেই। বুধবারের ঘটনায় এই বার্তা আরও  একবার স্পষ্ট বলে দাবি করেন সরফরাজ বুগটি। পাকিস্তানকে যাঁরা নিরাপদে রাখার চেষ্টা করেন, সেই সব জওয়ানদের ধন্যবাদও জানান সরফরাজ বুগটি।

দেখুন কী লিখলেন বালোচিস্তানের মুখ্যমন্ত্রী...