প্রতীকী ছবি (Photo Credit: X)

 

নয়াদিল্লিঃ বালোচিস্তানে(Balochistan) ফের বিস্ফোরণ(Explosion)। শক্তিশালী আইইডি বিস্ফোরণে(IED Explosion) মৃত্যু ৫ জনের। আহত(Injured) আরও ৫ জন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বালোচিস্তানের খুজদার জেলায় নাল মার্কেটের কাছে। জানা গিয়েছে, নাল মার্কেটের কাছে একটি মোটরসাইকেলে ওই আইইডি রাখা ছিল। রিমোট ডিভাইস দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে খবর।

বালোচিস্তানে ফের বিস্ফোরণ, মৃত৫

খুজদারের সিনিয়ার পুলিশ সুপার জাভেদ জেহারি জানিয়েছেন, নালা মার্কেটের কাছে একটি কলেজ রয়েছে সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কিছু গাড়িও পুড়ে গিয়েছে এই ঘটনায়। জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে ওই এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবারই পাকিস্তানের সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এদিন খাইবার পাখতুনখোওয়া প্রদেশের বান্নু এলাকার উত্তর পশ্চিম পাকিস্তানের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। এই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়, আহত হন ২৫ জন। এই ঘটনার কয়েকদিন আগে কিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বালোচিস্তান সফরে সেনার সঙ্গে গুলির লড়াই হয় জঙ্গিদের। এই হামলায় নিহত হয় ২০ জন জঙ্গি।

পাকিস্তানে ফের আইইডি  বিস্ফোরণ, মৃত ৫, আহত ৫