Pakistani Train (Photo Credit: X)

দিল্লি, ১৪ মার্চ: পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের (Pakistan Train Hijack) ঘটনায় এবার ভারতের (India) বিরুদ্ধে আঙুল তোলার চেষ্টা করছে পাকিস্তান। পাকিস্তানি ট্রেন হাইজ্যাকের ঘটনায় ইসলামাবাদের (Islamabad) অভিযোগ তোলার যে কুপ্রচেষ্টা, তা কার্যত নস্যাৎ করে দিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান যে অভিযোগ করছে, তা কড়াভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। সন্ত্রাসের আঁতুড়ঘর কোথায়, তা গোটা বিশ্ব জানে। পাকিস্তান নিজেদের দিকে তাকিয়ে দেখুক। তারপর অন্য বিষয়ে কথা বলুক বলে মন্তব্য করেন রণধীর জয়সওয়াল।

আরও পড়ুন:  Pakistan Train Hijacker Shot Hostages: পাকিস্তানি সেনার 'অক্ষমতা', ২১ পণবন্দিকে মেরে ফেলল বিএলএ বিদ্রোহীরা

প্রসঙ্গত, আফগানিস্তানের ভিতরে থেকে বালোচ বিদ্রোহীদের দিয়ে পাকিস্তানের ট্রেন ভারত হাইজ্যাকের পরিকল্পনা করে বলে পাক মন্ত্রী রানা সানাউল্লাহ দাবি করেন। যার উত্তরে ইসলামাবাদকে কড়া কটাক্ষ করে ভারত। এমনকী সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়, তা গোটা বিশ্ব জানে। ফলে এ বিষয়ে পাকিস্তান যা বলেছে, তা ভিত্তিহীন ছাড়া অন্য কিছু নয় বলেও স্পষ্ট জানানো হয়দিল্লির তরফে।