
দিল্লি, ১৪ মে: পাকিস্তানের (Pakistan) কাছ থেকে স্বাধানীতা ঘোষণা করলেন বালোচ নেতা মীর ইয়ার বালোচ (Mir Yar Baloch)। বালোচিস্তানের (Balochistan) মানুষের উপর যেভাবে অত্যাচার চালায় পাকিস্তান, তার সবকিছু থেকে মুক্ত করার ডাকে বালোচিস্তানকে স্বাধীন ঘোষণা করেন মীর ইয়ার বালোচ। পাকিস্তান থেক বালোচিস্তানকে পৃথক ঘোষণা করে ভারতের (India) সমর্থন চাইলেন বালোচ নেতা। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ব যাতে বালোচিস্তানকে সমর্থন করেন, সেই আবেদনও জানান মীর ইয়ার বালোচ। বালোচিস্তান এবার থেকে আর পাকিস্তান অধিকৃত হিসেবে থাকবে না। পাকিস্তান যত অত্যাচার করবে, বালোচিস্তান তত নিজের পৃথক সত্ত্বা প্রকট করবে। এমমনও মন্তব্য করেন বালোচ নেতা। স্বাধীন বালোচিস্তানকে নিজের পায়ে দাঁড়াতে রাষ্ট্রসংঘ যাতে আর্থিক অনুদান তাঁদের পক্ষে মঞ্জুর করে, সেই আবেদনও জানাতে দেখা যায় মীর ইয়ার বালোচকে।
এসবের পাশাপাশি বালোচিস্তানকে যাতে পাকিস্তানের অংশ বলা না হয়, বালোচিদের যাতে পাকিস্তানি বলে সম্মোধন করা না হয়, সে বিষয়েও আবেদন জানান বালোচ নেতা। বিশেষ করে ভারতের সমর্থন চান তাঁরা। ভারতের মানুষ যাতে বালোচিদের পাকিস্তানি বলে সম্মোধন না করেন, সে বিষয়ে আবেদন করেন মীর ইয়ার বালোচ। বলা হয়, আমরা পাকিস্তানি নই। আমরা বালোচিস্তানি। তাই ভারতের মানুষ আমাদের দয়া করে পাকিস্তানি বলে সম্মোধন করবেন না বলেও আবেদন করেন মীর ইয়ার বালোচ। পাকিস্তানের নিজের মানুষ পাঞ্জাবিরা। যাঁদের কখনও গণহত্যা কিংবা অন্য কোনও ধরনের অত্যাচারের সম্মুখীন দেশের ভিতরে হতে হয় না বলেও মন্তব্য করেন বালোচ নেতা।
এসবের পাশাপাশি পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে (POK) ভারত মুক্ত করুক। বালোচিস্তানের মানুষ সব সময় ভারতের পাশে রয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের জন্য ভারত যে পদক্ষপে করেছে,তা একেবারে সঠিক। আন্তর্জাতিক বিশ্ব যাতে পাকিস্তানকে চাপ দেয় পাক অধিকৃত কাশ্মীর থেকে সরে যেতে, সেই কথাও শোনা যায় বালোচ নেতার মুখে।