তুরবাতে হামলা (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ পাকিস্তানের(Pakistan) বালুচিস্তান(Balochistan) প্রদেশের তুরবাতে বিস্ফোরণ। এই ঘটনায় নিহত ৮। আহত বহু। রিমোট কন্ট্রোল প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা গিয়েছে। সেনাবাহিনীর বাসকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বিস্ফোরণের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে গোটা বাসটি কার্যত ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের ফলে আশপাশের এলাকাতেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত সেনাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তুরবাতে সেনাবাহিনীর বাসে বিস্ফোরণ

এই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। একটি বিবৃতি প্রকাশ বিএলএ জানিয়েছে, এই হামলা তাদের স্বাধীনতার লড়াইয়ের অংশ। এই সংগঠনের নেতা বশির জ়েব বালোচ বলেছেন, “যুদ্ধ কখনোই মার্জিতভাবে লড়া যায় না। আমাদের লড়াই চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এই আন্দোলন এমন পর্যায়ে পৌঁছে দিতে হবে যেখানে ইসলামাবাদ,পঞ্জাব, রাওয়ালপিন্ডি, লাহোর এবং গুজরানওয়ালার মানুষ রাস্তায় নেমে পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে। যাতে সকলে বলতে বাধ্য হয়, যুদ্ধ বন্ধ করো এবং বেলুচিস্তানে শান্তি ফিরিয়ে আনো।” অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান সরকার। এই হামলাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে পাক সরকার। বালুচিস্তানে শান্তি ফেরাতে কঠোর ব্যবিস্থা নেওয়া হবে জানানো হয়েছে। শুধু তাই নয়, বালুচিস্তানে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। মোতায়েন হবে আরও সেনা, এমনটাই সরকার সূত্রে খবর। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই উত্তপ্ত বালুচিস্তান। বহুদিন ধরেও সমতা এবং স্বাধীনতার জন্য লড়াই করছে বেলুচিস্তানের মানুষ। স্বাধীনতার দাবিকে কেন্দ্র করে পাকিস্তানের এই সবচেয়ে বড় প্রদেশ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠেছে। যার মধ্যে অন্যতম শক্তিশালী এবং সক্রিয় এই বালোচ লিবারেশন আর্মি।

 ফের উত্তপ্ত বালুচিস্তান, সেনাবাহিনীর বাসে হামলা, নিহত ৮