কলকাতা: বাংলাদেশের (Bangladesh) নারায়ণগঞ্জে বাতিল হল লালন মেলা। শেখ হাসিনাকে উৎখাত করার পর থেকে বাংলাদেশজুড়ে চরমপন্থীদের দাপাদাপি বেড়ে চলেছে। গ্রামেগঞ্জে একটার পর একটা সুফি মাজারে কট্টরপন্থীরা হামলা চালাচ্ছে। এবার বাংলাদেশে দীর্ঘদিনের পুরনো জনপ্রিয় লালন মেলাও বাতিল করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জ শহরে দুই দিনের মেলার আয়োজন করেছিল বাউল সম্প্রদায়। গত বছর এই অনুষ্ঠানে ১০০০০-এরও বেশি লোক যোগ দিয়েছিলেন। উৎসবের আয়োজক শাহ জালাল বলেন, এই প্রথমবার তাঁদের উৎসব বাতিল করতে হয়েছে।
লালন মেলা উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সাধু-গুরু ও লালন–ভক্তরা নারায়ণগঞ্জে এসেছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মেলা পরিচালনার অনুমতি দেয়নি বাংলাদেশের প্রশাসন। জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বেশ কয়েকটি ধর্মীয় সংগঠনের বিরোধিতার কারণেই ওই মেলার অনুমতি দেওয়া যাচ্ছে না।
মানুষে মানুষে ভেদাভেদ নেই, কোনো উচু-নিচু জাত নেই, ধনী-গরীব নেই, ফর্সা বা কালো নেই। রয়েছে কেবলই মানব প্রেম। মানুষের চেয়ে আর বড় কিছু হতে পারে না এই মর্মবাণী লালন তাঁর গানের মাধ্যমে বার বার তুলে ধরেছেন। 'সব লোকে কয় লালন কি জাত সংসারে/লালন কয় জাতের কি রুপ দেখলাম না এই নজরে।' লালনের কণ্ঠে উঠে এসেছে এইসমস্ত গান। ফকির লালন শাহর দর্শনকে লালন দর্শন বা সুফিবাদ বলা হয়।