ইউক্রেনকে ইন্টারনেট ব্যবহারের অনুমতি দিল না স্টারলিঙ্ক। ইলন মাস্কের এই ইন্টারনেট প্রদানকারী সংস্থা ইউক্রেনকে তাদের পরিষেবা ব্যবহার করার অনুমতি দিলেও তা কখনও যুদ্ধের ব্যবহারের জন্য দেওয়া হয়নি বলে জানানো হয়েছে সংস্থার তরফে। স্পেসএক্সের প্রেসিডেন্ট এবং সিইও জিয়েন শর্ট ওয়েল জানান, স্টারলিঙ্ক কমিউনিকেশন যা ইউক্রেনের সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য, তবে তা যুদ্ধে ব্যবহার করার জন্য দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ইউক্রেন সেনার তরফে স্টারলিঙ্কের ইন্টারনেটকে ড্রোন পরিচালনায় ব্যবহার করতে দেখা যাচ্ছিল। শত্রসেনার অবস্থান, লং রেঞ্জ ফায়ার এবং বম্ব ফেলার ক্ষেত্রে ড্রোন খুবই কার্যকরীভাবে কাজে লাগছিল। আর এখনেই আপত্তি স্পেসএক্সের স্টারলিঙ্কের। সংস্থার পক্ষে থেকে জানানো হয়েছে হাসপাতাল পরিষেবা, ব্যাঙ্ক এবং রাশিয়ার আগ্রাসনের জেরে ক্ষতিগ্রস্থ পরিবারের মানুষদের ব্যবহারের জন্য তাদের এই ইন্টারনেট ব্যবহার করা যেতে পারে। তবে তাকে যুদ্ধের কাজে নিযুক্ত করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
যদিও সেনাবাহিনীর যোগাযোগের ক্ষেত্রে এটিকে ব্যবহার করা হচ্ছে। তবে তা কখনই অনৈতিক কাজের জন্য বানানো হয়নি বলে দাবি করেছেন সংস্থার প্রেসিডেন্ট।
ইউক্রেনের সেনাহাবাহিনীকে সহয়তা প্রদানের উদ্দেশ্যে স্টারলিঙ্কের যাবতীয় যন্ত্রপাতি পাঠিয়েছে স্পেসএক্স। যা লোয়ার আর্থ অরবিটে থাকা স্পেসএক্সের ৪০০০ স্যাটেলাইটের সঙ্গে যুক্ত করেছে ইউক্রেনকে। ইউক্রেনে পাঠানো এই সরঞ্জামগুলির খরচ প্রদান করা হয়েছে আমেরিকা এবং ফ্রান্সের তরফে।
SpaceX has taken steps to stop Ukraine's military from using its Starlink satellite internet service to control drones. Company CEO Gwynne Shotwell said the system was 'never meant to be weaponized' https://t.co/f5ThiG0WQA pic.twitter.com/oleUH1uSbY
— Reuters (@Reuters) February 10, 2023