![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/narendra-modi-donald-trump-in.jpg?width=380&height=214)
দিল্লি, ১৪ ফেব্রুয়ারি: নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বৈঠকের জেরে এবার গাত্রদাহ পাকিস্তানের (Pakistan)। সন্ত্রাসবাদ (Terrorism)নিয়ে মোদী, ট্রাম্প যা বলেছেন তা পুরোপুরি একতরফা বলে মন্তব্য করা হয় পাকিস্তানের তরফে। সন্ত্রাসবাদ নিয়ে ভারত, মার্কিন বিবৃতিতে পাকিস্তান কার্যত ক্ষুব্ধ বলে জানা যাচ্ছে। সীমান্তে সন্ত্রাসবাদ নিয়ে যেভাবে ভারত, মার্কিন একত্র বিবৃতি জারি করা হয়েছে, তা যেমন একতরফা তেমনি কূটনৈতিক নীতি বিরোধী বলেও দাবি করা হয় ইসলামাবাদের তরফে। বিষয়টিকে বিভ্রান্তিকর বলেও উল্লেখ করে পাকিস্তান।
সন্ত্রাসবাদ নিয়ে মোদী-ট্রাম্পের বিবৃতির পর পাকিস্তানের প্রতিনিধি শফকত আলি খান বলেন, ওয়শিংটন সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে মন্তব্য করে পুরো বিষয় না জেনেই। সন্ত্রাসবাদের জেরে পাকিস্তানের কতখানি ক্ষতি হয়, সেই বিষয়টিও জানার চেষ্টা করা হয়নি। কোনও কিছু না জেনে এই ধরনের বিবৃতি ঠিক নয় বলে পাকিস্তানের তরফে মন্তব্য করা হয়।
মোদী-ট্রাম্প বৈঠকের প্রথম পর্যায়ে মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে বলে জানান ট্রাম্প। মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে গিয়ে বিচার প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে বলেও মার্কিন প্রেসিডেন্ট জানান। রানা ভারতে আসতে চায় না বলে আগেই মার্কিন আদালতের দ্বারস্থ হয়। তবে রানার আবেদন খারিজ করে দেওয়া হয়। মার্কিন আদালত রানার আবেদন খারিজ করতেই এবার ট্রাম্প মুম্বই হামলায় অভিযুক্তকে ভারতের হাতে প্রত্যার্পণের সিদ্ধান্ত নেন।