দিল্লিতে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার এক মহিলার পচাগলা দেহ। জানা যাচ্ছে, বিবেক বিহারে (Vivek Vihar) অবস্থিত একটি আবসনের মধ্যে ঘটনাটি ঘটেছে। শুক্রবার বিকেল থেকেই প্রতিবেশীরা ডিডিএ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন। বাইরে থেকে ডাকাডাকি করার পরেও যখন সারা মেলে না, তখন থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভাঙে। ভেতরে তল্লাশি চালিয়ে একটি বক্স খাট থেকে উদ্ধার করে একটি ট্রলি ব্যাগ। সেটি খুলতেই উদ্ধার হয় এক মহিলার পচাগলা দেহ। যদিও মহিলাকে প্রতিবেশীরা কেউ চেনেন না বলেই খবর। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার মৃতদেহ
পুলিশসূত্রে খবর, ওই ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরেই ফাঁকা ছিল। ফ্ল্যাটের মালিক বিবেকানন্দ মিশ্রও থাকতেন না। ফলে কীভাবে ওই মহিলার দেহ ঘরের মধ্যে পাওয়া গেল এবং কে বা তাঁকে খুন করেছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই বিবেকানন্দ মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাটির পর আবাসনের বাসিন্দারা কার্যত আতঙ্কে রয়েছেন।
দেখুন ভিডিয়ো
পুলিশের বক্তব্য
ঘটনাটি নিয়ে শাহদারা থানার অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ নেহা যাদব জানিয়েছেন, "যে মহিলার দেহ উদ্ধার হয়েছে তাঁর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। এবং প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মহিলা বিবাহিত। তবে কীভাবে তাঁর দেহ ঘরের মধ্যে এল, এবং খুনের কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত চলছে। ফ্ল্যাটের মালিককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে"।