
সামান্য কারণেই ডোমজুড়ে (Domjur) খুন হতে হয়েছিল বছর চারেকের আয়ুষ শেখকে। জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালে পাশের মাঠে খেলছিল ওই শিশু। সেখানেই এক নাবালকের সঙ্গে বল নিয়ে বচসা হয়। আর তাতেই রাগের মাথায় অভিযুক্ত নাবালক শিশুকে খুন করে। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেরার মুখে পড়ে সে সবকিছুই শিকার করে নিয়েছেন বলে খবর। আজই অভিযুক্তকে জুভনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হতে পারে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার সকাল থেকেই নিখোঁজ ছিল শিশু
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নিখোঁজ ছিল সলপের দাসপাড়ার বাসিন্দা আযুষ। পরিবারের দাবি, স্কুলে পাঠানোর জন্য খোঁজ করছিলেন তাঁর বাবা শেখ বরকা। তখন থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে বেলা ১২টা নাগাদ বাড়ির পাশে একটি ঝোপ মধ্যে থেকে হাত-পা মোড়া অবস্থায় তাঁকে পাওয়া যায়। শরীরে ছিলে আগুনে ছ্যাঁকা দেওয়ার চিহ্ন এবং গলায় ছিল ফাঁসের দাগ।
নাবালকই খুন করে শিশুকে
পুলিশসূত্রে খবর, ঘটনার দিন সকালে পাশের মাঠে খেলতে বেরিয়েছিল শিশুটি। সেখানেই নাবালকের সঙ্গে খেলতে খেলতে পরিচয় হয়। সেই সময় বল নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বাধে। তখন অভিযুক্ত নাবালক শিশুর জামা খুলে সেটা দিয়েই গলায় পেঁচিয়ে তাঁকে হত্যা করে। পরে দেহটি হাত-পা মুড়ে রেখে পালিয়ে যায়। অভিযুক্তের মামা এলাকায় দর্জির কাজ করেন। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা হলেও সম্প্রতি মামার কাছে থেকে কাজ শেখার জন্যই ডোমজুড়ে এসেছিল বছর ১৪-এর ওই নাবালক। ঘটনার দিন ওই এলাকার একটি সিসিটিভি ক্যামেরাতেও দেখা গিয়েছিল ওই নাবালকের সঙ্গে হাঁটছে ওই শিশু।