RCB Beats CSK. (Photo Credits: X)

RCB Beats CSK IPL 2025:  ২০০৮ সালের পর ২০২৫। ১৭ টা বছরের ব্যবধান। দেশ-দুনিয়াটা কতটা বদলে গিয়েছে। ১৭ বছরের সেই ব্যবধানে আইপিএলে চেন্নাইয়ের মাটিতে মহেন্দ্র সিং ধোনির সিএসকে-কে ৫০ রানে হারাল বিরাট কোহলির আরসিবি।চিপকে আরসিবি-র দীর্ঘ ১৭ বছরের গাঁট কাটল অধিনায়ক রজত পাতিদারের হাত ধরে। ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন ম্যাচের সেরা হলেন রজত পাতিদার। ২১ রানে ৩ উইকেট দিয়ে আরসিবি-র জয়ে বড় ভূমিকা নিলেন সাড়ে ১২ কোটির আরসিবি-র অজি পেসার জোশ হ্যাজেলউড।

চিপকে চেন্নাইয়ের একমাত্র প্রাপ্তি ধোনির ব্যাটিং

চিপকে চেন্নাইয়ের হতাশার ব্যাটিংয়ে শেষবেলায় বুড়ো হাড়ে ধোনির ১৬ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসটাই সিএসকে সমর্থকদের একমাত্র পাওনা হয়ে থাকল। ধোনির ২টি ওভার বাউন্ডারি আর ৩টি বাউন্ডারি দিয়ে সাজানো ইনিংসটা শেষবেলায় চিপকে প্রাণ আনল।  রাহুল ত্রিপাঠি(৫) থেকে অধিনায়ক ঋতুরাজ (৯০), দীপক হুডা (৪), স্যাম কুমার (৮)-রা একেবারে ব্যর্থ হলেন। শেষের দিকে ধোনি, জাদেজা (১৯ বলে ২৫)-রা ভাল খেললেন। তবে তার আগেই চেন্নাইয়ের হার নিশ্চিত হয়ে গিয়েছিল। হ্যাজেলউড ৩টি, যশ দয়াল ও লিভিংস্টোন ২টি করে উইকেট নেন। ৮ রানে ২ উইকেট থেকে ৫২ রানবে ৪ উইকেট। শুরুতেই নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসেন ধোনিরা।

RCB: 196/7, CSK: 148/8

২০০৮ সালে ২১ মে চিপকে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে আরসিবি ১৪ রানে হারিয়েছিল ধোনির নেতৃত্বে খেলা সিএসকে। আর এদিন রজত পাতিদারের নেতৃত্বে খেলা আরসিবি ৫০ রানে জিতল ঋতুরাজ গায়কোয়ড়ের সিএস-কে। ধোনিগড়ে অবশেষে জয়ের মুখ দেখলেন কোহলি। এদনি চিপকে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আরসিবি করে ৭ উইকেটে ১৯৬ রান। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদারের ৩২ বলে ৫১ রানের দুরন্ত ইনিংস খেলেন। দুই ওপেনার কোহলি (৩১) ও ফিল সল্ট (১৬ বলে ৩২ রান) শুরুটা ভাল করেন। শেষের দিকে টিম ডেভিড ৮ বলে ২২ রানের ছোট্ট ক্যামিও ইনিংসটা আরসিবি-র পক্ষে খুব কাজে দেয়।

২১ রানে ৩ উইকেটের দুরন্ত স্পেল আরসিবি-র অজি পেসার হ্যাজেলউডের

জবাবে ব্যাট করতে নেমে আরসিবি-র অজি পেসার জোস হ্যাজেলউড, ভূবনেশ্বর কুমার ও যশ দয়ালের দুরন্ত স্পেলে ঝলসে যায় চেন্নাই। শুরু থেকে শেষ পর্যন্ত বিপর্যয়ের মধ্যে দিয়েই এগিয়ে চলে সিএসকে-র ইনিংস। চিপকে চেন্নাইয়ের ব্যাটারদের দৈনতা ক্রমশ শ্মশান যাত্রায় পরিণত হয়। বড় রান তাড়া করতে নেমে ৮০ রানে ৬ উইকেট হারিয়ে ম্য়াচ হেরে বসে চেন্নাই।