মালদার মোথাবাড়িতে (Mothabari) সাম্প্রদায়িক অশান্তি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এমনকী এই নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এই প্রসঙ্গে অন্যদিকে মুখে কুলুপ এঁটেছে রাজ্য প্রশাসন। শান্তি ফেরানোর জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে এই নিয়ে চুপ বসে নেই বিজেপি নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন প্রান্তেই বিক্ষোভ প্রদর্শন করছে গেরুয়া বাহিনী। শুক্রবার বিকেলে শিলিগুড়িতে মিছিল বের করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
মোথাবাড়ি নিয়ে মন্তব্য বিজেপি বিধায়কের
তিনি এদিন বলেন, "এই ঘটনার পর একটা জিনিস স্পষ্ট যে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরিভাবে ব্যর্থ। উনি তোষণের রাজনীতির শীর্ষে পৌঁছে গিয়েছেন। আমাদের রাজ্য প্রশাসন কোনওভাবেই হিন্দুদের সুরক্ষা দিতে পারছে না। সেই কারণেই মোথাবাড়ির মতো ঘটনা ঘটছে। তা না হলে কেন সীমান্তবর্তী এই এলাকায় শুধুমাত্র হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে"?
দেখুন শঙ্কর ঘোষের বক্তব্য
#WATCH | Siliguri, West Bengal | BJP holds protest against Mothabari (Malda) incident
BJP MLA Shankar Ghosh says, "This is Mamata Banerjee's failure... She has reached the peak of appeasement politics... Such incidents have been regularized over Hindu festivals... Mamata… pic.twitter.com/AJU1yuIOId
— ANI (@ANI) March 28, 2025
মুখ্যমন্ত্রীকে আক্রমণ শঙ্কর ঘোষের
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আরও বলেন, "ওই এলাকা থেকে হিন্দুদের সরানোর চক্রান্ত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এই করছে আর অন্যদিকে লন্ডনে গিয়ে ব্রিটিশ শাসনের প্রশংসা করছে। এই স্বৈরাচারি প্রশাসন যতক্ষণ না ক্ষমতা থেকে সড়ছে ততক্ষণ রাজ্যের হিন্দুরা নিরাপদ থাকবে না"।