মোথাবাড়িতে (Mothabari) সাম্প্রদায়িক অশান্তির জেরে বাংলাজুড়ে প্রতিবাদে সরব বিজেপি নেতৃত্ব। শনিবার দুপুরে এই বিক্ষোভ মিছিলকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে ভিআইপি রোডে দমদম পার্ক-কেষ্টপুর সংলগ্ন এলাকায়। আসলে এদিন লেকটাউন থেকে মিছিল শুরু করেছিলেন বিজেপির নেতা কর্মীরা। দমদম পার্কে পুলিশ সেই মিছিলে বাধা দেয় পুলিশ। তবে সেই বাধা উপেক্ষা করেই এগোতে থাকেন বিক্ষোভকারীরা। এরপর কেষ্টপুর ঢোকার আগে ফের তাঁদের বাধা দেওয়া হয়। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিজেপির কর্মী সমর্থকদের।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের

এই ঝামেলার জেরে দীর্ঘক্ষণ ওই রুটে বন্ধ থাকে যান চলাচল। বিজেপির কর্মীরা কার্যত মাটিতে শুয়ে প্রতিবাদ দেখায়। পরে তাঁদের পুলিশ তুলে দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, মিছিলে মহিলারাও ছিলেন, কিন্তু তাঁদের জন্য কোনও মহিলা পুলিশকর্মী ছিলেন না। পুলিশ তাঁদের বাধা দেওয়ার নামে জামা কাপড় ছিঁড়ে দেয় বলে অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।

মোথাবাড়িতে সাম্প্রদায়িক অশান্তি

প্রসঙ্গত, দিনদুয়েক আগে মালদহের সীমান্ত এলাকা মোথাবাড়িতে শুরু হয় সাম্প্রদায়িক অশান্তি। একাধিক দোকানপাট, ঘরবাড়ি ভাঙচুড় করা হয়। মারধর করা হয় স্থানীয় মানুষদেরও। ঘটনার পর থেকে এখনও থমথমে রয়েছে এলাকা। আর এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে বিজেপি।