Earthquake Alert (Photo Credits: X)

শুক্রবার পর পর দুবার জোরালো ভূমিকম্প আঘাত হেনেছে ভারতের পড়শি দেশ মায়ানমারে (Myanmar Earthqukae)। ভূমিকম্পের তীব্রতা এতই সাংঘাতিক ছিল যে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছে। মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতাবাসীও।

জাতীয় ভূমিকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে প্রথম কম্পনটির মাত্রা ছিল ৭.২। আর দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল ৭। ভারতীয় সময় অনুযায়ী প্রথম কম্পনটি আঘাত হেনেছে সকাল ১১টা ৫০ মিনিটে। আর দ্বিতীয়টি অনুভূত হয়েছে ১২টা ২ মিনিটে। দুই ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে। মায়ানমারে মান্দালয় আন্তর্জাতিক বিমানবন্দরে ভূমিকম্পের জেরে কাঁপতে দেখা গিয়েছে বিমান। উড়ানের ঠিক আগের মুহূর্তে ভূমিকম্প আসায় বিমান থেকে নেমে পড়েন যাত্রীরা। রানওয়েতেই তীব্র কম্পনের মুখোমুখি জন বিমান যাত্রীরা। আতঙ্কের প্রহরের সেই চিত্র উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

কাঁপছে বিমানঃ

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মান্দালয়ের কাছে পুরাতন সাগাইং সেতুর বেশ কিছুটা অংশও ভেঙে পড়েছে।

ভেঙে পড়েছে সেতুঃ

 

মায়ানমারের ভূমিকম্প ধ্বংসলীলা চালিয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও (Bangkok)। জোরালো কম্পনে কেঁপে উঠেছে হোটেল, শপিং মল। তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে গিয়েছে নির্মীয়মাণ বিল্ডিং। আকাশচুম্বী ভবন মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুই দেশেই শক্তিশালী ভূমিকম্প ঘিরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ব্যাঙ্ককে ধসে পড়ল আকাশচুম্বী ভবনঃ

জোরালো ভূমিকম্পের জেরে মায়ানমারে সুনামির সতর্কতা জারি করা হয়নি। কিন্তু থাইল্যান্ডের বেশ কিছু জায়গায় ট্রেন এবং মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।