মদ্যপ অবস্থা এক ব্যক্তি অপরজনের যৌনাঙ্গে আটকে দিয়েছিল দেড় ইঞ্চির ধাতব বস্তু। এরপর যখন হুঁশ ফেরে তখন যৌনাঙ্গ দেখে চক্ষু চড়কগাছ ব্যক্তির। লোকচক্ষুর ভয়ে ওই লোহার পাইপ নিজেই বের করার চেষ্টা করে। কিন্তু তাতেও সমস্যার সমাধান না হওয়ায় মেটাল লাগানো যৌনাঙ্গ নিয়ে হাজির হয় হাসপাতালে। কাণ্ড দেখে মাথায় হাত চিকিৎসকদেরও। শেষমেশ অপারেশনে চিকিৎসকদের সাহায্য করলেন দমকলকর্মী। সম্প্রতি আজব এই ঘটনাটি ঘটেছে কেরলে। যদিও বর্তমানে ওই ব্যক্তি সুস্থ রয়েছেন বলেই খবর।
যৌনাঙ্গে আটকে যায় ধাতব বস্তু
জানা যাচ্ছে, গত মঙ্গলবার কাসারগোড় জেলা হাসপাতালে (Kasaragod District Hospital) এক ব্যক্তি এসে চিকিৎসককে গোটা বিষয়টি জানান। বছর ৪৬-এর ওই ব্যক্তি বলেন, দিনদুয়েক আগে বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন। সেই সময় এত পরিমাণে মদ খান যে তিনি অচৈতন্য হয়ে পড়েন। পরের দিন সকালে ঘুম ভাঙলে তিনি দেখেন তাঁর যৌনাঙ্গের এই অবস্থায়। যদিও এই কীর্তি কে ঘটিয়েছেন তা তিনি নিজেও জানেন না। এদিকে ধাতব বস্তুটি লেগে যাওয়ার কারণে যৌনাঙ্গে ব্যাথা, শৌচকর্ম করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন ওই ব্যক্তি।
ধাতব বস্তু কাটার জন্য ডাকা হয় দমকল অফিসারকে
গত দুদিন ধরে চিকিৎসকরাও চেষ্টা করে সেটি বের করানোর, কিন্তু তাঁরাও অপারক। শেষমেশ বৃহস্পতিবার কাসারগোড় জেলার কানহানগড় দমকল দফতরে যোগাযোগ করেন চিকিৎসকরা। সেখান থেকে এক দমকল অফিসার মেটাল কাটার নিয়ে আসে হাসপাতালে। অবশেষে কয়েকঘন্টার চেষ্টায় ওই ধাতব বস্তুটি ব্যক্তির যৌনাঙ্গ থেকে কেটে বের করে আনা হয়।
দমকল আধিকারিকের বক্তব্য
দমকল অফিসার কেএম শিজু বলেন, "মেটাল কাটার দিয়ে কাটতে গেলেই ধাতব বস্তুটি গরম হয়ে পড়ত এবং যৌনাঙ্গটি আগুনে পুড়ে যেত। তাই কাটার দিয়ে কাটার সময় ক্রমাগত ওই জায়গাটি জল দিয়ে ভিজিয়ে ঠাণ্ডা রাখা হচ্ছিল। অবশেষে ঘন্টাখানেকের চেষ্টায় অপারেশন সফল হয়"।