Donald Trump (Photo Credit: File Photo)

দিল্লি, ১৪ ফেব্রুয়ারি: মুম্বই হামলায় (Mumbai Terror Attack) জড়িত তাহাউর রানাকে (Tahawwur Rana) ভারতে (India) পাঠানো হবে। ভারতে হাজির হয়ে বিচার প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে তাহাউরকে। এবার এমনই জানালেন ডোনাল্ড ট্রাম্প। মুম্বই হামলায় জড়িত তাহাউর রানাকে যাতে ভারতে প্রত্যার্পণ করা হয়, সে বিষয়ে অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত তাহাউর রানার ভারতে প্রত্যার্পণের ইঙ্গিত বেশ কিছুদিন আগেই মেলে। মার্কিন  যুক্তরাষ্ট্রে থাকতে চেয়ে তাহাউর রানা সে দেশের আদালতের দ্বারস্থ হয়। তবে এই সন্ত্রাসবাদী মাস্টাররমাইন্ডের আবেদন খারিজ করে দেয় মার্কিন আদালত। বিচারের জন্য তাহাউর রানাকে ভারতে আসতেই হবে বলে আদালতের তরফে জানানো হয়। এবার আদালতের সেই নির্দেশে কার্যত সিলমোহর দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মুম্বই হামলায় জড়িত তাহাউরকে ভারতের হাতেই প্রত্যার্পণ করা হবে।

আরও পড়ুন: Mumbai Terror Attack Convict Tahawwur Rana: ট্রাম্প জমানায় মজবুদ সম্পর্ক; মুম্বই হামলায় যুক্ত পাকিস্তানি তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেবে আমেরিকা, নির্দেশ মার্কিন আদালতের

বর্তমানে আমেরিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আমেরিকায় থাকাকালীন ট্রাম্পের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন বিষয়ে এই দুই রাষ্ট্রনেতার কথা হচ্ছে। আর সেখানেই এবার মুম্বই  হামলায় যুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যার্পণের বিষয়ে সিলমোহর বসিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প।

২০০৮ সালে মুম্বই হামলায় জড়িত তাহাউর রানাকে পৃথিবীর অন্যতম খারাপ মানুষ বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। ফলে এই খারাপ মানুষটিকে এবার ভারতে যেতে হবে বলে স্পষ্ট জানান ট্রাম্প।