দিল্লি, ২৫ জানুয়ারি: মুম্বই হামলায় দোষী সাব্যস্ত তাহাউর রানাকে (Tahawwur Rana) এবার ভারতের (India) বিচার প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে। ভারতে নিয়ে এসে তাহাউর রানার বিচার প্রক্রিয়া হবে। এমনই জানানো হয়েছে মার্কিন আদালতের (US Court) তরফে। অর্থাৎ মুম্বই হামলায় (Mumbai Terror Attack) দোষী সাব্যস্ত তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যার্পণ করা হবে এবং তার বিচার প্রক্রিয়া চলবে বলে মার্কিন আদালতের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে।
এদিকে তাহাউর রানা ভারতে আসতে চায় না। এমন আবেদন আদালতের কাছে করা হয় তার তরফে। যা কার্যত খারিজ করে দেয় মার্কিন আদালত।
মুম্বই হামলায় দোষী তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যার্পণ করবে আমেরিকা...
2008 Mumbai terror attack Convict Tahawwur Hussain Rana to be extradited to India
US Supreme Court clears #MumbaiTerrorAttack convict #TahawwurRana's extradition to India
#TahawwurHussainRana pic.twitter.com/sSFBfhraPF
— DD News (@DDNewslive) January 25, 2025
প্রসঙ্গত ২০০৮ সালে মুম্বই হামলায় দোষী তাহাউর রানাকে যাতে ভারতের হাতে প্রত্যার্পণ করা হয়, সে বিষয়ে আবেদন জাানো হয়েছিল দিল্লির তরফে। পাকিস্তানি বংশোদ্ভুদ কানাডার নাগরিক তাহাউর রানাকে এবার ভারতের হাতে প্রত্যার্পণের নির্দেশ দিয়েছে মার্কিন আদালত।
ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসার পর তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যার্পণের মত বড় পদক্ষেপ, দু দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে বলেই মনে করছে বিভিন্ন মহল।