![](https://bnst1.latestly.com/uploads/images/2024/12/85-115.jpg?width=380&height=214)
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে একেবারে সুনামি শুরু হয়েছে। ইউক্রেনের ওপর সব রকম চাপ সৃষ্টি করে রাশিয়ার বেশীরভাগ শর্ত মেনেই যুদ্ধ থামানোর কৌশল নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যে ট্রাম্প কথা দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার একদিনের মধ্যেই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে। এমন পরিস্থিতি মিউনিখে এক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের মাঝে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রিল সাইবিহার সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইউক্রেন যুদ্ধ থামাতে কী কৌশল নেওয়া যায় সেই ব্যাপারে দুই দেশের বিদেশমন্ত্রীর কথা হয়েছে বলে খবর।
রাশিয়া-ইউক্রেন দ্বন্দে ভারত বরাবার যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর দাবিতে সরব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধান জেলেনস্কি-দুজনের সঙ্গেই দেখা করে যুদ্ধ থামানোর আবেদন করেছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ফেরার পর ইউক্রেন যুদ্ধে বড় মোড় আসার পর ভারত শান্তি ফেরানোর দাবিতে ততপরতা দেখাচ্ছে। ২০২২ সাল থেকে চলা ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা এসেছে। এই যুদ্ধ থামলে বিশ্ব বানিজ্যের খারাপ হাল থেকে উদ্ধার পাওয়া যেতে পারে।
ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর
Jaishankar discusses ongoing efforts towards resolution of Ukraine war with his counterpart Sybiha
Read @ANI Story | https://t.co/4STnym3M2G
#SJaishankar #India #Ukraine #RussiaUkrainewar pic.twitter.com/V5e6UJAtsB
— ANI Digital (@ani_digital) February 14, 2025
ইউক্রেনের ওপর ট্রাম্প যেভাবে চাপ সৃষ্টি করছেন, তাতের পুতিনের দেশের সঙ্গে জেলেনস্কিরা আর কতদিন লড়াই করতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে। খনিজ পদার্থ ভাণ্ডারের বিনিময়ে ট্রাম্প ইউক্রেনকে সমর্থনের আশ্বাস দিয়েছেন ঠিকই, কিন্তু এটা পরিষ্কার হয়ে গিয়েছে পুতিনের ইচ্ছাকেই বেশী গুরুত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।