MS Dhoni. (Photo Credits: X)

চেন্নাই, ২৩ মার্চ: বল হাতে নুর আহমেদ, আর ব্যাট হাতে রচীন রবীন্দ্র। দুই বিদেশীর হাত ধরে ডার্বি জিতে এবারের আইপিএল অভিযান শুরু করল চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ন্স-কে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতে মাঠ ছাড়লেন ধোনিরা। ৪৫ বলে দুরন্ত ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতালেন চেন্নাইয়ের কিউই ওপেনার রচীন রবীন্দ্র। বল হাতে ১৮ রানে ৪ উইকেটে দুরন্ত স্পেল করে দলের জয়ে বড় অবদান রাখলেন চেন্নাইয়ের আফগান স্পিনার নুর আহমেদ।

কীভাবে জিতল চেন্নাই সুপার কিংস

জয়ের জন্য ১৫৩ রান তাড়া করতে নেমে শুরুতে সিএসকে ওপেনার রাহুল ত্রিপাঠি (২) আউট হয়ে যান। কিন্তু তিনে নেমে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়েড় (২৬ বলে ৫৩) বিস্ফোরক ইনিংস খেলে দলকে সুবিধাজনক অবস্থায় নিয়ে য়ান। কিন্তু ২ উইকেটে ৯৫ থেকে চেন্নাই পরপর উইকেট খুইয়ে ৫ উইকেটে ১১৬ হয়ে গিয়ে বিপদে পড়ে যায়। সেই সময় পরপর আউট হয়ে যান শিবম দুবে (৯), দীপক হুডা (৩), স্যাম কুরান (৪)। মিডল অর্ডারের মেগা ধসে চিপকে চাপে পড়ে যায় সিএসকে। সে ইসময় মুম্বইয়ের জার্সিতে অভিষেক হওয়া নবাগত বাঁ হাতি স্পিনার ভিগিনেশ পুথুর দুরন্ত বল করছিলেন। ভিগনেসের ঘূর্ণিতে আউট হন ঋতুরাজ, শিবম, দীপক হুডা।

দেখুন প্রথম ইনিংসের রিপোর্ট

অনবদ্য ইনিংস রবীন্দ্র-র

কিন্তু চাপের মাঝে দলের কিউই ওপেনার রচীন বরীন্দ্র হিসেব করে খেলে দলকে জিতিয়ে আনেন। দলের জয় থেকে চার রান দূরে আউট হন জাদেজা (১৭)। শেষ ওভারে জিততে হলে চেন্নাইকে করতে হত চার রান। শেষ ওভারে মিচেল স্যান্টনারের প্রথম বলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে ৬ উইকেটে জয় এনে দেন রচীন রবীন্দ্র। ধোনি ২ বল খেলে কোনও রান না করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।