
Canada General Elections 2025: আগামী ২৮ এপ্রিল কানাডায় সাধারণ নির্বাচন হতে চলেছে। আর দেশের শাসক দল 'লিবারল পার্টি'ঘোষণা করল, প্রধানমন্ত্রী মার্ক কার্নে ওটাওয়া পশ্চিম নেপেয়ান কেন্দ্র থেকে ভোটে লড়বেন। তিনি এই অঞ্চলেরই বাসিন্দা। ২০২১ নির্বাচনে এই কেন্দ্রে ৪৫ শতাংশ ভোট পেয়েছিল লিবারল পার্টি, সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দল মাত্র ২৮ শতাংশ ভোট পেয়েছিল। প্রসঙ্গত, কানাডায় ফেডারল নির্বাচনে মোট ৩৩৮টি আসন আছে। গতবার ১৬০টি আসনে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন লিবারল পার্টি-র জাস্টিন ট্রুডো। সেখানে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি পেয়েছিল ১১৯টি আসনে।
ভোটের মুখে জাস্টিন ট্রুডো-র পদত্যাগের পর মেক্সিকোর প্রধানমন্ত্রী পদে বসেছেন মার্ক কার্নে। এবার ভোটে জিতে কার্নে-কে নিজের গদি রক্ষা করতে হবে। কানাডায় প্রাক নির্বাচনী সমীক্ষায় অনেকটাই পিছিয়ে ছিল ট্রুডো, কার্নের দল 'লিবারল পার্টি'। সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন রক্ষণশীল বা কনজারভেটিভ নেতা পিয়েরে পোইলিভ।
নিজের এলাকাতেই প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী কার্নে
New Canadian Prime Minister Carney will run in Ottawa area district as he seeks to join Parliament https://t.co/LYbLISZlva
— The Associated Press (@AP) March 23, 2025
কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কানাডা বিরোধী মন্তব্য, শেষের কটা মাস আমেরিকার চাপের মুখে ট্রুডোর দায়িত্বশীল আচরণে কানাডার ভোটের খেলা ঘুরেছে। কানাডিয়ানদের দেশাত্মবোধে ভর করে ক্ষমতায় ফেরার আশায় কার্নে। এখন কানাডার প্রাক নির্বাচনী সমীক্ষা বলছে, কার্নের দল এখন একেবারে সমানে সমানে টক্কর দিচ্ছে বিরোধী রক্ষণশীল দলের সঙ্গে।