
২৮৬-র জবাবে ২৪২। রবিবার আইপিএলে হয়াদরাবাদ বনাম রাজস্থানের ম্যাচে রানের রেকর্ড। দুই দলের মিলিত রান ৫২৮! শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ।আইপিএল ২০২৫-এর শুরুতেই বিস্ফোরণ ঘটালেন ঈশান কিষাণ। প্রথমবার সান রাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলতে নেমে সেঞ্চুরি হাঁকালেন ঈশানের। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান করে ৬ উইকেটে ২৪২ রান। তার মানে গোটা ম্যাচে মোট রান উঠল ৫২৮। ওভার প্রতি ১৩ রান। ঈশানের অপরাজিত ১০৬ (৪৭ বলে) ও ট্র্যাভিস হেডের ৬৭ (৩১ বলে)-এর সৌজন্যে হায়দারাদ আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস গড়েছিল।
দেখুন এই ম্যাচের প্রথম ইনিংসের স্কোরবোর্ড
দারুণ খেললেন সঞ্জু, ধ্রুব জুরেল
জিততে হলে ২৮৭ রান করতে হবে এমন পাহাড় প্রমাণ চ্যালেঞ্জের সামনে ব্যাটকরতে নেমে ৫০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই হেরে বসেছিল রাজস্থান। কিন্তু চতুর্থ উইকেটে সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল অবিশ্বাস্য পার্টনারশিপ করে লড়তে থাকেন।
জুটিতে লুটি
টিম ইন্ডিয়ার দুই উইকেটকিপার-ব্যাটার সঞ্জু-ধ্রুব জুটি ৫৯ বলে ১১১রানের পার্টনারশিপ করেন। কিন্তু হর্ষল প্যাটেলের বলে সঞ্জু (৩৭ বলে ৬৬) ফিরতেই ম্যাচের ফল পরিষ্কার হয়ে যায়। এরপর জাম্পার বলে আউট হন জুরেল (৩৫ বলে ৭০)। শেষের দিকে শেমরন হেটমায়ার (২৩ বলে ৪২) , শুভম দুবে (১১ বলে ৩৪ অপরাজিত) ভাল খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।