Ishan Kishan hits 45 ball century. (Photo Credits: X)

হায়দরাবাদ, ২৩ মার্চ: সান রাইজার্সের জার্সিতে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে মাতিয়ে দিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। রবিবার হায়দারবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে কমলা জার্সিতে তিন নম্বরে নেমে ৪৭ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেললেন ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটার। ঈশান কিষাণের ৪৫ বলে সেঞ্চুরি আর ট্র্য়াভিস হেডের ৩১ বলে ৬৭ রানের ইনিংসের সৌজন্যে হায়দারবাদ নির্ধারিত ২০ ওভারে করল ২৮৬ রান। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের ইনিংস এদিন খেলল সান রাইজার্স। ৬টা ওভার বাউন্ডারি, ১১টি বাউন্ডারি দিয়ে সাজানো ঈশানের ইনিংস দেখে মুগ্ধে ক্রিকেটপ্রেমীরা। ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরির মালিক জাতীয় দল থেকে ফর্ম নয়, বাদ পড়েছিলেন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে।

আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ স্কোর-২৮৬/৬

আর এক রান করলেই আইপিএলে এক ইনিংসে দলগত সর্বোচ্চ রানের ইনিংস গড়া হয়ে যেত সান রাইজার্স। গত আইপিএলে আরসিবি-র বিরুদ্ধে সান রাইজার্স নির্ধারিত ২০ ওভারে করেছিল ৩ উইকেটে ২৮৭ রান। এটাই এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে এক ইনিংসে করা সর্বাধিক রানের ইনিংস। একটুর জন্য নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙতে পারলেন না কামিন্সরা।

দেখুন সেঞ্চুরির পর ঈশানের উচ্ছ্বাস

সান রাইজার্সের জার্সিতে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে মাতিয়ে দিলেন ঈশান কিষাণ। রবিবার হায়দারবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে কমলা জার্সিতে তিন নম্বরে নেমে ৪৭ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেললেন ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটার।

হেড আর ঈশানের তাণ্ডব

হায়দরাবাদে এদিন ইশান কিষাণ, ট্রাভিস হেডরা মোট ১২টি ওভার বাউন্ডারি ও ৩৪টি বাউন্ডারি হাঁকালেন। মানে শুধু চার, ছক্কা হাঁকিয়ে সান রাইজার্সের ব্যাটাররা মোট ২০৮ রান করলেন। ইশান, হেডের বিস্ফোরণে লজ্জার রেকর্ড গড়লেন রাজস্থানের ব্রিটিশ পেসার জোফ্রা আর্চার। আর্চার ৪ ওভার বল করে দিলেন ৭৬ রান। হেডের আউট হওয়ার পর বিস্ফোরণ শুরু করেন ইশান। নীতীশ রেড্ডি (১৫ বলে ৩০) ও হেনরিক ক্লাসেন (১৪ বলে ৩৪) দলের রানের গতি বাড়াতে সাহায্য করেন।

প্রত্যাবর্তনে চোখ ঈশানের

ঈশানের কাছে এবারের আইপিএল প্রত্যাবর্তনের বড় মঞ্চ। আর সেই লক্ষ্যে নেমে শুরুতেই চমকে দিলেন ঈশান। সাত বছর মুম্বই ইন্ডিয়ন্সে চুটিয়ে খেলার পর আম্বানিরা ঈশানকে ছেড়ে দিয়েছিলেন। এরপর মেগা নিলামে ১১ কোটি ২৫ লক্ষ টাকায় ঈষানকে কেনে সান রাইজার্স। গুজরাট লায়ন্সের হয়ে ২০১৬ ও ২০১৭ আইপিএলে খেলার পর ২০১৮ থেকে মুম্বই ইন্ডিয়ন্সে সফলতার সঙ্গে খেলতে থাকেন ঈশান। মুম্বই ইন্ডিয়ন্সে খেলেই জাতীয় দলের দরজা খুলেছিল তাঁর জন্য।