প্রয়াত রাকেশ পাণ্ডে (ছবিঃX)

প্রয়াত হিন্দি এবং ভোজপুরী চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা রাকেশ পাণ্ডে(Rakesh Pandey)। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা(Actor)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বেশ কিছু দিন ধরেই মুম্বইয়ে (Mumbai)জুহুর আরোগ্যনিধি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ওই হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। শনিবার, মুম্বইয়ের শাস্ত্রীনগর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতার। শেষযাত্রায় উপস্থিত ছিলেন মেয়ে, নাতনি ও স্ত্রী।

প্রয়াত রাকেশ পাণ্ডে, অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া

প্রসঙ্গত, ১৯৬৯ সালে অভিনয় জগতে পা রাখেন রাকেশ। বাসু চট্টোপাধ্যায়ের ‘সারা আকাশ’ ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি। প্রথম ছবির জন্যই পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার। এরপর ‘দিল চাহতা হ্যায়’, ‘বেটা হো তো অ্যায়সা’, ‘চ্যাম্পিয়ন’, ‘অমর প্রেম’-এর মতো একাধিক ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ২০২৩-এ প্রকাশিত ছবি 'সুদর্শন চক্র'তেও অভিনয় করেন রাকেশ। বড় পর্দার পাশাপাশি ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। ‘পেয়ার কে দো নাম- এক রাধা এক শ্যাম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া।

প্রয়াত রাকেশ পাণ্ডে, অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া