প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

ফের রাজ্যে যৌন নির্যাতনের ঘটনা। এবারে  নির্যাতিতার বয়স মাত্র ৪ বছর। গত শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের পলাশিতে কালীগঞ্জ (Kaliganj) থানা এলাকার মীরা বাজার এলাকায়। বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি ওই শিশু। তাঁর স্বাস্থ্য পরীক্ষাও হয়েছে। অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। গতকাল রাতেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করার পরেও এখনও যুবকরা অধরা। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় রবিবার সকাল থেকেই জাতীয় সড়ক অবরোধে বসেন এলাকাবাসী ও নির্যাতিতার পরিবারের লোকজনেরা। পরে পুলিশ আধিকারিকদের আশ্বাসে তুলে নেওয়া হয় অবরোধ।

জানা যাচ্ছে, শনিবার বিকেলের দিকে বাড়ির সামনেই খেলছিল ওই নাবালিকা। তখন কয়েকজন যুবক তাঁকে পাশেরই একটি নির্মীয়মাণ বাড়িতে তুলে নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা। এদিকে মেয়েটির চিৎকার শুনে পরিবারের লোকজনেরা ছুটে আসে। বিপদ বুঝে তখনই ঘটনাস্থল ছেড়ে পালায় যুবকরা। পরে তাঁদের এদিক ওদিক খোঁজা হলেও তাঁদের সন্ধান মেলে না। এরপর বাচ্চাটিকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। তারপরেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়।

তবে নির্যাতিতার পরিবারের দাবি, অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের এখনও গ্রেফতার করেনি পুলিশ। সেই কারণে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে পুলিশ এসে তাঁদের উঠে যেতে বললেও তাঁরা ওঠেন না। এমনকী মীরাবাজার পুলিশ ফাঁড়ির সামনেও বিক্ষোভ দেখান একদল পুলিশ। পরে পুলিশের শীর্ষ আধিকারিকরা এসে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। যার ফলে স্বাভাবিক হয় যান চলাচল।