TMC Vs BJP Bye Election (Photo Credit: Facebook)

By Elections 2025: আর মাত্র দিন দুয়েক। তারপরই বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জ দেশের চারটি রাজ্য মিলিয়ে মোট পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। গুজরাটে ২টি, বাংলা, পঞ্জাব ও কেরলের একটি বিধানসভা আসনে হবে উপভোট। যে পাঁচটি আসনে উপনির্বাচন হচ্ছে, সেগুলির মধ্যে তিনটি খালি হয়েছে বিধায়কদের মৃত্যু, আর বাকি দুটি কেন্দ্রে বিধায়করা পদত্যাগ করায় ভোট হচ্ছে। গুজরাটের কাদি ও ভিসভাদার, বাংলার কালীগঞ্জ, পঞ্জাব লুধিয়ানা পশ্চিম, কেরলের নীলাম্বুরে উপনির্বাচন হচ্ছে। যে পাঁচটি আসনে ভোটগ্রহণ হবে সেগুলির মধ্যে ২টি বিজেপির, ২টি তৃণমূল ও ১টি আপের দখলে আছে।

উপনির্বাচন হলেও প্রচারে দেখা গিয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা, অরবিন্দ কেজরিওয়াল থেকে হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীদের। নদিয়ার কৃষ্ণনগরের কালীগঞ্জে উপনির্বাচনের প্রচার শেষবেলায় বেশ জমে উঠেছে। আরও পড়ুন-তৃণমূল প্রার্থীকে হারাতে প্রচারে গলা ফাটালেন খোদ মুখ্যমন্ত্রী

এক নজরে দেখে যাক বৃহস্পতিবার দেশের যে পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে-

পশ্চিমবঙ্গ (১টি আসন)

কালীগঞ্জ (নদিয়া, কৃষ্ণনগর)

তৃণমূলের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ (লাল)-এর মৃত্যুতে খালি হয়ে যায় আসনটি। উপনির্বাচনে সবার আগে তৃণমূলই তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিনের মেয়ে আলিফা আহমেদ (Alifa Ahamed)-কে কালীগঞ্জে দাঁড় করিয়েছে তৃণমূল। অন্যদিকে, গত বিধানসভা ভোটে ৪৭ হাজার ভোটে হারা এই আসনে বিজেপি প্রার্থী করেছে আশিস ঘোষ-কে। বামেদের সঙ্গে জোট গড়ে লড়ে কংগ্রেস নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনে প্রার্থী করেছে কাবিলউদ্দিন শেখ ( Kabil Uddin Sheikh)-কে।

গুজরাট (২টি আসন)

কাদি (মহেসানা)

বিজেপি বিধায়ক কারশান সোলাঙ্কির প্রয়াত হওয়ায় এই আসনে উপনির্বাচন হচ্ছে। এই আসনে বিজেপি প্রার্থী করেছে রাজেন্দ্র ছাওদা-কে, কংগ্রেসের প্রার্থী রমেশ ছাওদা। ২০২২ গুজরাট বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী প্রায় সাড়ে ২৮ হাজার ভোটে জিতেছিলেন। ২০১২ বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী।

ভিসাভাদার (জুনাগড়)

নরেন্দ্র মোদী-অমিত শাহ-র রাজ্যে ২০২২ বিধানসভা ভোটে এই আসনে জিতেছিলেন আপ প্রার্থী ভূপেন্দ্রভাই ভায়ানি। পরে তিনি বিজেপিতে যোগ দেন, এবং বিধায়ক পদ ছাড়েন। এবার উপনির্বাচনে এই আসনে আপ প্রার্থী করেছে গোপাল ইতালিয়া-কে, তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছেন কিরিত প্যাটেল ও কংগ্রেসের নীতিন রানপারিয়া। একটা সময় এই আসনে কংগ্রেসের মজবুত গড় ছিল।

কেরালা (১টি আসন)

নীলাম্বুর (ওয়ানাড)

বাম শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার পর নীলাম্বুর বিধানসভা আসন থেকে পদত্যাগ করেন পিভি আনওয়ার। প্রিয়াঙ্কা গান্ধীর লোকসভা কেন্দ্রের এই আসনে শাসক দল সিপিআইএম দাঁড় করিয়েছে এম স্বরাজ-কে। কংগ্রেসের প্রার্থী সেখানে মালয়ালাম সিনেমার লেখক ও প্রযোজক আরিয়াদান সৌকাথ। বিজেপি দাঁড় করিয়েছে মোহন জর্জকে। ২০২১ কেরল বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী হয়ে দাঁড়িয়ে নীলাম্বুর আসনে পিভি আনওয়ার প্রায় আড়াই হাজার ভোটে হারিয়েছিলেন কংগ্রেসের ভিভি প্রকাশ। এই আসনে বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয়েছিল। ২০১৬ বিধানসভা ভোটেও বাম প্রার্থী হয়ে পিভি আনওয়ার নীলাম্বুর থেকে জিতেছিলেন। গত ১১ জানুয়ারি লাল শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কেরলের দাপুটে এই বিধায়ক।

পঞ্জাব (১টি আসন)

লুধিয়ানা পশ্চিম (লুধিয়ানা)

অরবিন্দ কেজরিওয়ালের আপ শাসিত রাজ্য পঞ্জাবে এবার সম্মানরক্ষার লড়াই। আপ, কংগ্রেস, বিজেপির ত্রিমুখি লড়াইয়ে জমজমাট লুধিয়ানা পশ্চিম বিধানসভা উপনির্বাচন। ২০২২ পঞ্জাব নির্বাচনে এই কেন্দ্রে জয়ী আপ বিধায়ক গুরুপ্রীত সিং গোগি বাড়িতে গুলি দুর্ঘটনায় মারা যায়। তাঁর মৃত্যুতে খালি হয় এই আসনটি। তিন বছর আগে এই আসনে নির্বাচনে আপ প্রার্থী প্রায় সাড়ে ৭ হাজার ভোটে কংগ্রেস প্রার্থীকে হারিয়েছিলেন, সেখানে বিজেপি প্রার্থী পেয়েছিলেন ২৮ হাজার ভোট। এবার এই আসনের উপনির্বাচনে আপ দাঁড় করিয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ সঞ্জীব আরোরা, কংগ্রেসের বাজি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভারত ভূষণ আশু ও বিজেপির প্রার্থী জিওন গুপ্তা-কে।