BJP Flag (Photo Credit: File Photo)

আগামী মাসেই নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপ নির্বাচন (Kaliganj By-Election)। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নিজেদের সাংগঠনিক শক্তি পরখ করে নেওয়ার এটা সুবর্ণ সুযোগ বলে মনে করছে শাসক, বিরোধী দুই শিবিরই। কমিশনের তরফ থেকে উপ নির্বাচনের বিজ্ঞপ্ত জারি হওয়ার পরই প্রার্থী ঘোষণা করে দিয়েছিল তৃণমূল। গত শুক্রবার প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেসও। তবে রাজ্যের প্রধান বিরোধী দল কবে প্রার্থীর নাম প্রকাশ্যে আনবে, সেটা নিয়ে প্রশ্ন উঠিল রাজনৈতিক মহলে। অবশেষে শনিবার বিজেপি প্রকাশ্যে আনল প্রার্থীর নাম।

২১-এর নির্বাচনে বিশাল ব্যবধানে হেরেছিল বিজেপি

বিজেপি নেতা আশিষ ঘোষ উপ নির্বাচনে লড়বেন কালীগঞ্জ কেন্দ্র থেকে। ২১-এর বিধানসভা নির্বাচনে এই আসন থেকে লড়েছিলেন অভিজিৎ ঘোষ। তবে সেবার দ্বিতীয় স্থানে থামতে হয়েছিল বিজেপিকে। ভোট শতাংশের নিরিখে তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে ছিল বিজেপি। তাই এবার প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। যদিও মুসলিম অধ্যুষিত এই কেন্দ্র নিয়ে বিশেষ আশা নেই শুভেন্দু-সুকান্তদের। তাই তাঁদের প্রধান লক্ষ্য ২৬-এর বিধানসভা নির্বাচন।

প্রার্থী ঘোষণা করে ফেলে তৃণমূল ও বাম-কংগ্রেস জোট

প্রসঙ্গত, তৃণমূলের জয় করা কালীগঞ্জে ২১-এর নির্বাচনে ১ লক্ষ ১১ হাজারের বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন নাসিরুদ্দিন আহমেদ। কিন্তু সম্প্রতি তাঁর প্রয়াণে এই আসনে উপ নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই তৃণমূল ঘোষণা করে ফেলেছেন কালীগঞ্জ আসন থেকে লড়বেন নাসিরুদ্দিনের মেয়ে আলিফা আহমেদ। গতকাল কংগ্রেসও তাঁদের প্রার্থী ঘোষণা করে। বাম-কংগ্রেস জোটের থেকে এই আসনে লড়বেন কাবিলউদ্দিন শেখ।